বিএটিবিসির লভ্যাংশ ঘোষণা

সময়: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১১, ২০২১ ৭:১০:২৮ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সর্বশেষ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটি)। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে নগদ ৩০০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দেবে। এছাড়াও কোম্পানিটি ১ঃ২ বোনাস লভ্যাংশ দেবে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এরআগে কোম্পানিটি ৩০০ শতাংশ অন্তর্র্বতী নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো। চূড়ান্ত লভ্যাংশ নিয়ে কোম্পানিটির ঘোষিত মোট নগদ লভ্যাংশের পরিমাণ দাঁড়াচ্ছে ৬০০ শতাংশ।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৬০ টাকা ৪৮ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৫১ টাকা ৩৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮৮ টাকা ৮৯ পয়সা।

আগামী ২৮ মার্চ কোম্পানিটির ৪৮ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩২৯ বার পড়া হয়েছে ।
Tagged