নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার খোন্দকার কামালউজ্জামান বলেন, শেয়ারবাজারে বিও অ্যাকাউন্ট সম্পর্কে সকল তথ্য বিনিয়োগকারীদের জানতে হবে। কখন কি শেয়ার ক্রয়-বিক্রয় হচ্ছে তা সম্পর্কে ব্রোকার হাউজের গিয়ে সঠিক তথ্য জানতে পারেন বলে অনেক বিনিয়াগকারী অভিযোগ করেছেন। তাই বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্ট সঠিকভাবে হালনাগাদ করে রাখতে শেয়ার ক্রয়-বিক্রয় সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবে বিনিয়াগকারীরা।
আজ (৮ অক্টোবর, ২০২০) বৃহস্পতিবার ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষে সিডিবিএল আয়োজিত ‘‘বিনিয়োগকারীদের সচেতন করা সেবা সম্পর্কে সিডিবিএলের ভূমিকা’’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশের (সিডিবিএল) চেয়ারম্যান শেখ কবির হোসেন। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সিডিবিএলের চীফ টেকনোলজি অফিসার মোহাম্মদ আব্দুল মোতালেব।
কমিশনার খোন্দকার কামালউজ্জামান বলেন, শেয়ারবাজারে বিনিয়াগ করে অনেক সাধারণ বিনিয়োগকারী ক্ষত্তিগ্রস্ত হয়েছে। এমন কি অনেকে তাদের নিজের পুঁজিও হারিয়ে সর্বহারা হয়েছে। তাই সাধারণ বিনিয়োগকারীরা যাতে এ মার্কেটে সুরক্ষিত থাকে তার প্রতি সবার সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিনিয়োগকারীদের সুরক্ষা বৃদ্ধি করতে বিএসইসি ও সিডিবিএল এক সাথে কাজ করে যাচ্ছে। যাতে কোন বিনিয়োগকারী বিনিয়োগ হারিয়ে সর্বহারা না হয়ে যায়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএসইসির পরিচালক মো. জাহাঙ্গীর আলম। সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শুভ্র কান্তি চৌধুরী, এফসিএ।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান


