বিক্রেতা নেই ৬ কোম্পানির শেয়ারে

সময়: রবিবার, ফেব্রুয়ারি ৬, ২০২২ ২:৪৮:০৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ শেষ ঘন্টা পর্যন্ত সর্বোচ্চ দরেও পাওয়া যাচ্ছেনা শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- রিলায়েন্স ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, একমি ল্যাব, বিডি ফুড, তশরিফা ইন্ডাস্ট্রিজ ও ইউনিয়ন ইন্স্যুরেন্স। এদিন ডিএসইতে এসব কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিলনা। যে কারণে কোম্পানিগুলোর
শেয়ার হল্টেড হয়ে যায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্সের। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ৮ টাকা ৫০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে সর্বশেষ ৯৩ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন এ শেয়ারের দর ৮৬ টাকা ৫০ পয়সা থেকে ৯৩ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে-

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস: আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ১৩ টাকা ৪০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে সর্বশেষ ১৪৮ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন এ শেয়ারের দর ১৩১ টাকা থেকে ১৪৮ টাকা ২০ পয়সায় ওঠানামা করে।

একমি ল্যাব: আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ৯ টাকা ৪০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে সর্বশেষ ১০৪ টাকায় দাঁড়িয়েছে। এদিন এ শেয়ারের দর ৯৫ টাকা থেকে ১০৪ টাকায় ওঠানামা করে।

বিডি ফুড: আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়ে সর্বশেষ ২৫ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

তশরিফা ইন্ডাস্ট্রিজ: আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৮০ পয়সা বা ৯.৭৮ শতাংশ বেড়ে সর্বশেষ ২০ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন এ শেয়ারের দর ১৮ টাকা ৫০ পয়সা থেকে ২০ টাকা ২০ পয়সায় ওঠানামা করে।

ইউনিয়ন ইন্স্যুরেন্স: আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর আগের দিনের তুলনায় ৪ টাকা বা ৯.৭৮ শতাংশ বেড়ে সর্বশেষ ৪৪ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।

Share
নিউজটি ২৯৭ বার পড়া হয়েছে ।
Tagged