বিডি পেইন্টসের অর্থ উত্তোলনের অনুমোদন

সময়: মঙ্গলবার, এপ্রিল ১২, ২০২২ ৪:০৮:৫৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : এসএমই প্ল্যাটফর্মে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে বিডি পেইন্টস লিমিটেড। আজ মঙ্গলবার (১২ এপ্রিল) বাংলাদেশ সিকিউনিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৮২০তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রতিষ্ঠানটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ২০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে ভবন নির্মাণ, যন্ত্রপাতি স্থাপন, চলতি মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

প্রতিষ্ঠানটির ২০২০-২১ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৭ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৯৪ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিএপিএম অ্যাডভাইজরি।

 

 

Share
নিউজটি ২৩৬ বার পড়া হয়েছে ।
Tagged