সূচক কমলেও বেড়েছে লেনদেন

বিদায়ী সপ্তাহে মিশ্র প্র্রবণতায় লেনদেন

সময়: শনিবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৪:৫১:৪৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১১-১৫ ফেব্রুয়ারি) মিশ্র প্র্রবণতায় লেনদেন দেশের শেয়ারবাজারে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে। অপর শেযারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.১০ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ কমেছে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬.২৫ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৫.১১ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৮২.২২ পয়েন্টে ।

এছাড়া, ডিএসই-৩০ সূচক ১৮.৮৪ পয়েন্ট বা ০.৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৫৭.০৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৭৩টি, কমেছে ৩০৯টি এবং অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩৬ কোটি ১৮ লাখ ৪০ হাজার ৮৬৪টি শেয়ার ১৬ লাখ ৯৩ হাজার ৪৫২বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৭ হাজার ৪৪০ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮ হাজার ৪৭৫ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১ হাজার ৩৪ কোটি ৮১ লাখ ১০ হাজার টাকা বা ১২.২১ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭২ হাজার ৫২৬ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ১১৯ টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭২ হাজার ৬৬৪ কোটি ৪৬ লাখ ৬৮ হাজার ৫৩৮ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৬ হাজার ৫৯ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার ৫৮১ টাকা বা ০.৭৮ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫.২১ পয়েন্ট বা ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৯০.৬৮ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ১.২৪ পয়েন্ট বা ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৫০.৪৬ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৮.৯৪ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ এবং সিএসআই সূচক ০.৯৭ পয়েন্ট বা ০.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ২৯৮.৩৯ পয়েন্টে এবং এক হাজার ১৭৩.৪৯ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ৩৬.৬৭ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৭৪.৯৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১০১টি, কমেছে ২২৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৫৮ কোটি ৭৫ লাখ ১২ হাজার ১৩৫ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২৬ কোটি ৬০ লাখ ১২ হাজার ৩৩ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৩২ কোটি ১৫ লাখ ১০২ টাকা বা ২৫.৩৯ শতাংশ বেড়েছে।

 

Share
নিউজটি ৩৯ বার পড়া হয়েছে ।
Tagged