সূচক কমলেও বেড়েছে লেনদেন

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

সময়: শনিবার, সেপ্টেম্বর ২, ২০২৩ ৭:৪৮:২৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৭-৩১ আগস্ট) সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। আলোচ্য সপ্তাহে ডিএসইতে সব ধরনের সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বাজার মূলধন। সপ্তাহটিতে বাজার মূলধন বেড়েছে ৮৩২ হাজার কোটি টাকা।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৯ দশমিক ৫০ পয়েন্টে।

এছাড়া ডিএসই৩০ সূচক ১১ দশমিক ১১ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ডিএসইএস ৬ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৪১ দশমিক ৬১ পয়েন্টে এবং ১ হাজার ৩৭২ দশমিক ৫২ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৯০টির, দর কমেছে ৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ২২৪টি কোম্পানির। লেনদন হয়নি ২১টি কোম্পানির শেয়ার।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ২২৮ কোটি ৭১ লাখ টাকা। আগের সপ্তায় লেনদেন হয়েছিল ২ হাজার ১৯০ কোটি ৬১ লাখ টাকা।

এই সময়ের ব্যবধানে লেনদেন বেড়েছে ১ দশমিক ৭৪ শতাংশ।

ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৪৫ কোটি ৭৪ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৪৩৮ কোটি ১২ লাখ টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৬ হাজার ৫৭ কোটি ৬৩ লাখ টাকায়।

এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৭৫ হাজার ২২৪ কোটি ৮৯ লাখ টাকায়।

এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে দশমিক ১১ পয়েন্ট।

 

 

Share
নিউজটি ১৪৩ বার পড়া হয়েছে ।
Tagged