নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ দেখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নয় বলে সোজাসাপ্টা মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের মূল দায়িত্ব আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করা, এবং সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপই আমরা নিচ্ছি।”
বুধবার (১৪ মে) দুপুরে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী ডলারের বিনিময় হার বাজারচালিত করার সিদ্ধান্ত সম্পর্কে জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, “শেয়ারবাজারে তালিকাভুক্ত কিছু ব্যাংক এখনও তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি, কারণ বাংলাদেশ ব্যাংক এখন কঠোরভাবে নীতিমালা প্রয়োগ করছে। যদিও এতে কিছু ব্যাংক সমস্যায় পড়ছে, তাদের এক মাস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেই তাদের রিপোর্ট প্রকাশ করতে হবে।”
তিনি আরও জানান, নীতিমালা লঙ্ঘনের ক্ষেত্রে প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এর ফলে স্টক মার্কেটে প্রভাব পড়লে তা নিয়ন্ত্রণ সংস্থা—বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অবহিত করা হবে।
বিনিয়োগকারীদের নিয়ে প্রশ্ন উঠলে গভর্নর সাফ জানিয়ে দেন, “বিনিয়োগকারীদের স্বার্থ দেখা আমাদের কাজ নয়। তারা নিজেরা ঝুঁকি বিবেচনা করেই বিনিয়োগ করেন। ক্ষুদ্র বিনিয়োগকারীরাও জানতেন কোন ব্যাংকের অবস্থা কেমন। এখন ক্ষতির জন্য কান্নাকাটি করে লাভ নেই।”
তিনি আরও বলেন, “স্পন্সর ডিরেক্টররা সাধারণত বড় অঙ্কের বিনিয়োগ করে বোর্ডে থাকেন। তাই ব্যাংকের ক্ষতিতে তাদের দায় সবচেয়ে বেশি। তারা যদি নিজ চোখের সামনেই ব্যাংক ধ্বংস হতে দেয়, তাহলে তার দায়-দায়িত্ব তাদেরই নিতে হবে।”
গভর্নরের এই বক্তব্য শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য সতর্ক সংকেত হিসেবে ধরা হচ্ছে, যেখানে কেন্দ্রীয় ব্যাংক নিজ দায়িত্বের বাইরে গিয়ে কোনো সহানুভূতির জায়গায় নেই বলেই স্পষ্ট করল।


