নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগে বড় শাস্তির মুখে পড়েছে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ড ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠানটির দায়িত্ব থেকে এলআর গ্লোবালকে অপসারণের পর, তাদের অধীন ছয়টি মিউচুয়াল ফান্ডের লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
স্থগিত থাকা ফান্ডগুলো হলো—
-
ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড,
-
গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড,
-
এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড,
-
এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড,
-
এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এবং
-
এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১।
এই ছয়টি ফান্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)।
লেনদেন, ট্রান্সফার ও অ্যাকাউন্ট স্থগিত
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক নোটিশে জানিয়েছে, ট্রাস্টি বিজিআইসি ফান্ডগুলোর সব ধরনের ব্যাংক ও ব্রোকারেজ অ্যাকাউন্ট থেকে ডেবিট লেনদেন, অনলাইন ট্রান্সফার এবং ট্রেডিং কার্যক্রম অবিলম্বে স্থগিতের নির্দেশ দিয়েছে।
ট্রাস্টির দাবি, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ তাদের অর্থ “গুরুতর ঝুঁকিতে” রয়েছে।
বিএসইসি তদন্তে চাঞ্চল্যকর তথ্য
বিএসইসি’র তদন্তে উঠে এসেছে, এলআর গ্লোবাল ছয়টি মিউচুয়াল ফান্ডের ৬৯ কোটি টাকারও বেশি অর্থ অপব্যবহার করেছে।
প্রতিষ্ঠানটি প্রথমে ওটিসি মার্কেটে তালিকাভুক্ত বন্ধ ও লোকসানে থাকা কোম্পানি পদ্মা প্রিন্টার্সের ৫১ শতাংশ শেয়ার অস্বাভাবিক উচ্চ দামে কিনে প্রায় ২৪ কোটি টাকা বিনিয়োগ করে।
পরে কোম্পানিটির নাম পরিবর্তন করে কোয়েস্ট বিডিসি লিমিটেড রাখা হয়।
এরপর দ্বিতীয় ধাপে নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে একই কোম্পানিতে আরও ৪৫ কোটি টাকা ঢালা হয়। বিএসইসি বলেছে, এই বিনিয়োগগুলো ছিল “উদ্দেশ্যপ্রণোদিত ও বিনিয়োগকারীদের মূলধন নষ্টের সমান।”
কঠোর শাস্তি ও জরিমানা
ঘটনার পর বিএসইসি একাধিক শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজ ইসলামকে আজীবনের জন্য বাজার কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।
প্রতিষ্ঠানটিকে নির্দেশ দেওয়া হয়েছে, সুদসহ প্রায় ৯০ কোটি টাকা ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ছয়টি ফান্ডে ফেরত দিতে হবে।
সময়সীমা অতিক্রম করলে রিয়াজ ইসলামকে ৯৮ কোটি টাকা জরিমানা দিতে হবে।
এছাড়া পরিচালক জর্জ এম. স্টক (III) এবং রেজাউর রহমান সোহাগকে প্রত্যেককে ১ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে।
ট্রাস্টি প্রতিষ্ঠান বিজিআইসিসহ আরও ছয়জনকে অনিয়মে জড়িত থাকার দায়ে মোট ৯ কোটি ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নতুন ফান্ড ম্যানেজার নিয়োগের ঘোষণা
বিএসইসি জানিয়েছে, এলআর গ্লোবালের হিসাব-নিকাশ পর্যালোচনা শেষে এই ছয়টি ফান্ড পরিচালনার জন্য একটি নতুন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগ দেওয়া হবে।
নিয়ন্ত্রক সংস্থা বলছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।


