বিনিয়োগবান্ধব মিউচুয়াল ফান্ডের নতুন রূপরেখা প্রকাশ করল বিএসইসি

সময়: বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫ ৮:৫২:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের মিউচুয়াল ফান্ড খাতে স্বচ্ছতা, গতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নতুন বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ উদ্দেশ্যে কমিশন সম্প্রতি প্রকাশ করেছে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’-এর খসড়া, যা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের মতামত আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিএসইসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খসড়াটি ইতোমধ্যে কমিশনের ওয়েবসাইটে (https://sec.gov.bd/crequest/FINAL_CMRRCD_draft_09.10.2025.pdf) উন্মুক্ত করা হয়েছে। আগ্রহীরা আগামী দুই সপ্তাহের মধ্যে অনলাইনে বা ডাকযোগে লিখিত মতামত, পরামর্শ বা প্রস্তাবনা পাঠাতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত এই বিধিমালায় মিউচুয়াল ফান্ড পরিচালনা পদ্ধতি, বিনিয়োগ সীমা, ইউনিট হোল্ডারদের অধিকার সংরক্ষণ এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিতকরণের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে মিউচুয়াল ফান্ড সেক্টর আরও সংগঠিত ও বিনিয়োগবান্ধব কাঠামোয় রূপান্তরিত হবে বলে আশা করছে কমিশন।

এছাড়া, খসড়াটির সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে QR কোড প্রকাশ করেছে বিএসইসি, যা স্ক্যান করে সরাসরি ডকুমেন্টটি দেখা বা ডাউনলোড করা যাবে।

বিশ্লেষকরা মনে করছেন, এই খসড়া বাস্তবায়িত হলে দেশে মিউচুয়াল ফান্ড শিল্পে একটি যুগান্তকারী পরিবর্তন ঘটবে। এতে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং ফান্ড ব্যবস্থাপনায় পেশাদারিত্ব বাড়বে।

 

Share
নিউজটি ১১ বার পড়া হয়েছে ।
Tagged