বিনিয়োগবান্ধব শেয়ারবাজার গঠনে বিএসইসি ও বিএপিএলসির ঐকমত্য

সময়: সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬ ৯:৫৪:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারকে আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর মধ্যে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভবনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ-এর নবনির্বাচিত নির্বাহী কমিটির সঙ্গে বিএসইসির এক সৌজন্য সাক্ষাতে এই প্রত্যয় তুলে ধরা হয়।

বৈঠকে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর নেতৃত্বে কমিশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন ছাড়াও বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

সাক্ষাৎকালে শেয়ারবাজারের সার্বিক অগ্রগতি, চলমান সংস্কার কার্যক্রম এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। আলোচনায় বাজারকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে নিয়ন্ত্রক সংস্থা ও তালিকাভুক্ত কোম্পানির সংগঠনের মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বিএসইসির পক্ষ থেকে বিএপিএলসির নবনির্বাচিত নির্বাহী কমিটিকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বাজারের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় দুই পক্ষ একসঙ্গে কাজ করবে—এমন আশাবাদও প্রকাশ করা হয়।

বিএসইসির মুখপাত্রের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে বিএপিএলসির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাজার উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে এই সংগঠনের সক্রিয় অংশগ্রহণ শেয়ারবাজারকে আরও শক্তিশালী করবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোতে প্রাতিষ্ঠানিক সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। দেশ, অর্থনীতি ও শেয়ারবাজারের বৃহত্তর স্বার্থে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেন বিএসইসি চেয়ারম্যান।

সভা শেষে জানানো হয়, শেয়ারবাজারের টেকসই উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে কমিশন সবসময় সক্রিয় থাকবে এবং এ লক্ষ্যে বাজারের সব অংশীজনকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে বিএসইসি প্রস্তুত রয়েছে।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged