editorial

বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর পরামর্শ ইতিবাচক ভূমিকা রাখবে

সময়: বুধবার, অক্টোবর ২, ২০১৯ ৬:৪৫:১৭ অপরাহ্ণ


পুঁজিবাজারে বিনিয়োগে সাধারণ বিনিয়োগকারীরা যাতে সচেতন হন এবং তারা যাতে ভুল সিদ্ধান্ত না নেন সেজন্য তাদের উদ্দেশ্যে আবারও কিছু পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্বিকভাবে বিনিয়োগকারীদের স্বার্থে প্রধানমন্ত্রীর এ ধরনের পরামর্শ বাজারের জন্য ইতিবাচক। এগুলো আমলে নিলে বিনিয়োগকারীরা যে উপকৃত হবেন Ñএতে কোনো সন্দেহ নেই।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশের সরকার পুঁজিবাজারের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য অনেক সুযোগ-সুবিধা দিয়েছে। কাজেই পুঁজিবাজারে যারা সম্পৃক্ত রয়েছেন, তাদের অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে বিনিয়োগ করতে হবে। তাদের লক্ষ্য রাখতে হবেÑ কোন শেয়ারগুলো লাভজনক, আর কোনগুলো নয়। এসব বিবেচনা করেই তাদের শেয়ার কিনতে হবে।’ গত রোববার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ইতোপূর্বেও মাস দুয়েক আগে এক সম্মেলনে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিয়েছিলেন তিনি। ওই সময়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আপনারা যখন বিনিয়োগ করতে যান, তখন মুনাফার সবটুকু বিনিয়োগ করে ফেলবেন না। অন্তত কিছু টাকা জমিয়ে রেখে তারপর বিনিয়োগ করবেন। অনেক সময় দেখা যায়, বেশি পাওয়ার লোভে সবটুকু বিনিয়োগ করে শেষে শূন্য হয়ে যেতে হয়, সেটা যেন না হয়। এজন্য যা-ই উপার্জন করবেন, তার কিছু হাতে রাখবেন। তাহলে আমার মনে হয় যে, আপনাদের আয় স্থিতিশীল থাকবে।’

ওই সম্মেলনে প্রধানমন্ত্রী তার বক্তব্যে পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি জ্ঞাননির্ভর বিনিয়োগকারী গোষ্ঠী গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘বিনিয়োগকারীরাই শেয়ারবাজারের মূল চালিকা শক্তি। আমাদের দেশের শেয়ারবাজার এখনো শ্রেণি বিনিয়োগকারীর ওপর নির্ভরশীল। তাদের সচেতনতাই শক্তিশালী শেয়ারবাজার গঠনের অন্যতম শর্ত। জেনে-বুঝে বিনিয়োগ করলে একদিকে ঝুঁকি মোকাবেলার সক্ষমতা বাড়ে, অন্যদিকে বাজারের স্থিতিশীলতা নিশ্চিত হয়। বিনিয়োগকারীরা সুরক্ষিত হলে একটি বিকশিত শেয়ারবাজার গড়ে উঠবে। শেয়ারবাজারের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও সাধারণ মানুষকে বিনিয়োগে অংশীদার করা সম্ভব। যত বেশি মানুষ শেয়ারবাজারের সঙ্গে সম্পৃক্ত হবে, শিল্পায়ন তত বেশি ত্বরান্বিত হবে।’

Share
নিউজটি ৩০৫ বার পড়া হয়েছে ।
Tagged