বিনিয়োগকারীদের হিসেবে লভ্যাংশ পাঠিয়েছে ৩ কোম্পানি

সময়: বুধবার, ডিসেম্বর ৪, ২০১৯ ৫:২৩:৫০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদেক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের হিসেবে লভ্যাংশ পঠিয়েছে। কোম্পানিগুলো হলো- ইউনাইটেড পাওয়ার, আর্গন ডেনিমস এবং ইভেন্স টেক্সটাইল। সংশ্লিস্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি তিনটি বাংলাদেশ ইলেকট্রিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। অন্যদিকে সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যেমে বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের বেনিফিসিয়ারি ওনার্স অ্যাকাউন্টে (বিও অ্যাকাউন্ট) জমা করেছে।

৩০ জুন ২০১৯ সমাপ্ত আর্থিক বছরের জন্য ইউনাইটেড পাওয়ার ১৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৩০ শতাংশ নগদ ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। ইভেন্স টেক্সটাইল ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। আর্গন ডেনিমস ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪২০ বার পড়া হয়েছে ।
Tagged