দুই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদী ফান্ডে রূপান্তরিত হবে এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সময়: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৭, ২০২২ ৯:৪৬:২৪ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বে-মেয়াদী (ঙঢ়বহ-বহফ) মিউচুয়াল ফান্ডে রূপান্তরিত হবে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড (এনএলআইফার্স্টএমএফ)। গতকাল অনুষ্ঠিত ফান্ডের ইউনিটহোল্ডারদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফরমে সভাটি অনুষ্ঠিত হয়।

উল্লেখ, গত ৬ ফেব্রুয়ারি ১০ বছর মেয়াদের এই মেয়াদি (ঈষড়ংব-বহফ) মিউচুয়াল ফান্ডের মেয়াদ শেষ হয়েছে। এর প্রেক্ষিতে ফান্ডটির অবসায়ন হবে, না-কি এটিকে বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডে রূপান্তর করা হবে- তা নিয়ে আজ ইউনিটহোল্ডারদের বৈঠকে ভোট হয়। এতে ৬৯ দশমিক ২৯ শতাংশ ইউনিটের প্রতিনিধিত্বকারী ইউনিটহোল্ডাররা ভোট প্রদান করে। আর তাদের মধ্যে ৯৯ দশমিক ২৯ শতাংশ ভোট বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডে রূপান্তরের পক্ষে যায়।এখন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমতি পেলে তা বে-মেয়াদী মিউচুয়াল ফান্ড হিসেবে নতুন যাত্রা শুরু করবে। সভায় সভাপতিত্ব করেন ফান্ডের ট্রাস্টি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইসিবির চেয়ারম্যান প্রফেসর ড. মো. কিসমাতুল আহসান। এসময় আরো বক্তব্য রাখেন ফান্ডের সম্পদ ব্যবস্থাপক ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ, সিইও শহীদুল ইসলাম এবং ফান্ডের উদ্যোক্তা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিএফও প্রবীর চন্দ্র দাস। এনএলআই ফার্স্ট এমএফ ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। শুরুতে এর আকার ছিল ৪৫ কোটি ৮০ লাখ টাকা। গত ১০ বছরে এটি দেশের অন্যতম সেরা মিউচুয়াল ফান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই সময়ে ফান্ডটি ৫২ কোটি ১০ লাখ টাকা নগদ লভ্যাংশ পরিশোধ করেছে। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি এই তহবিলের মোট সম্পদ মূল্য দাঁড়ায় ৭৫ কোটি ২০ লাখ টাকা।

ফান্ডটি গত ১০ বছরে প্রতি বছর গড়ে ১৪ দশমিক ০১ শতাংশ রিটার্ন দিয়েছে, যেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচকের রিটার্ন ছিল ৪ দশমিক ৯৩ শতাংশ।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২০৪ বার পড়া হয়েছে ।
Tagged