ব্যবসা সম্প্রসারণে গাজীপুর ও নারায়ণগঞ্জে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

সময়: রবিবার, জুন ২৯, ২০২৫ ১:৫১:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পণ্য উৎপাদন খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে ৭০২.০৮ শতক জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ মোট ২১ কোটি ১৮ লাখ টাকার বিনিয়োগ অনুমোদন দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিভিন্ন উৎস থেকে এই জমি ক্রয় করা হবে।

গাজীপুরে জমি ক্রয়:
গাজীপুরে কোম্পানিটি সীম অ্যাগ্রো ফুডস লিমিটেড থেকে ১৩ কোটি ৭০ লাখ টাকায় ৪৬০ শতক জমি কিনবে। পাশাপাশি একই এলাকায় বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন উৎস থেকে আরও ৬ কোটি ৩০ লাখ টাকায় ২০৮.৫০ শতক জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জে জমি ক্রয়:
নারায়ণগঞ্জে কোম্পানিটি ৯০ লাখ ৪০ হাজার ৫০০ টাকায় ২৫.৮৩ শতক জমি এবং ২৭ লাখ ১২ হাজার ৫০০ টাকায় আরও ৭.৭৫ শতক জমি কিনবে বলে জানিয়েছে ডিএসই সূত্র।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যৎ উৎপাদন কার্যক্রম সম্প্রসারণ, গুদাম স্থাপন ও কারখানার সহায়ক স্থাপনার জন্যই এই জমিগুলো ক্রয় করা হবে।

Share
নিউজটি ১৬২ বার পড়া হয়েছে ।
Tagged