ব্লক মার্কেট

ব্লক মার্কেটে পৌনে ৫৭ কোটি টাকার লেনদেন

সময়: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৫, ২০২২ ৫:০০:৫১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ১৫ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৪ কোম্পানির পৌনে ৫৭ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- এএমসিএল প্রাণ, অ্যাপেক্স ফুটওয়্যার, অ্যাপেক্স ট্যানারি, বিএটিবিসি, বে-লিজিং, বিডিকম, বিকন ফার্মা, বেক্সিমকো সকুক, বেক্সিমকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ড্রাগন সোয়েটার, ই-জেনারেশন, এমারেল্ড অয়েল, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুড, হাক্কানি পাল্প, এইচ.আর টেক্সটাইল, ইন্দো-বাংলা ফার্মা, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইপিডিসি ফিন্যান্স, লাফার্জহোলসিম, মেট্রো স্পিনিং, নাহি অ্যালুমিনিয়াম, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, আরএকে সিরামিকস, রংপুর ফাউন্ডারি, আরডি ফুড, রেনেটা, রানার অটো, সায়হাম টেক্সটাইল, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সিলভা ফার্মা, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার,শাহজিবাজার পাওয়ার ও সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ৮৫ লাখ ৪৯ হাজার ৭৪২টি শেয়ার ৯৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫৬ কোটি ৭২ লাখ ৯৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশিলেনদেন হয়েছে আইপিডিসি ফাইনান্সের। এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৭২ লাখ ২৮ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১৪ কোটি ৮ লাখ ২ হাজার টাকার।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালি পেপারের ৪ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ২ কোটি ৭৩ লাখ টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ২ কোটি ২৪ লাখ ৭ হাজার টাকার, ফরচুন সুজের ১ কোটি ৯৩ লাখ ২৮ হাজার টাকার, সি পার্লের ১ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার টাকার, সোনালি লাইফের ১ কোটি ১৬ লাখ টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকার, অ্যাপেক্স টেনারির ১ কোটি ৩৯ হাজার টাকার, রেনাটা লিমিটেডের ৯৯ লাখ ৬৯ হাজার টাকার, ইন্দো বাংলা ফার্মার ৭৮ লাখ ৮৫ হাজার টাকার, ই জেনারেশনের ৫৫ লাখ টাকার, বেক্সিমকো শুকুকের ৪৩ লাখ ২৫ হাজার টাকার, বিডিকমের ৪১ লাখ ৬৭ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৩৬ লাখ টাকার, নেশনাল পলিমারের ৩৩ লাখ ৯৫ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৩১ লাখ ৮ হাজার টাকার, এএমসিএল প্রাণের ২৯ লাখ ৯৭ হাজার টাকার, দেশ জেনারেল ইন্সুরেন্সের ২৮ লাখ টাকার, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২২ লাখ ৮৮ হাজার টাকার, ফারইস্ট লাইফের ২২ লাখ ৩৯ হাজার টাকার, হাক্কানি পাল্পের ২২ লাখ ২৮ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ২১ লাখ ৬ হাজার টাকার, বিকন ফার্মার ১৬ লাখ ১৬ হাজার টাকার, সাইহাম টেক্সটাইলের ১৪ লাখ ৮২ হাজার টাকার, ফুয়াং ফুডের ১৪ লাখ ৬৯ হাজার টাকার, ঝচঈখ ১৪ লাখ ১০ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ১২ লাখ ৬০ হাজার টাকার, আরএকে সেরামিকের ১২ লাখ টাকার, সানলাইফ ইনস্যুরেন্সের ১১ লাখ ৭৬ হাজার টাকার, সালভো কেমিকেলের ১০ লাখ ৫ হাজার টাকার, সিলভা ফার্মার ৮ লাখ ৩৬ হাজার টাকার, অ্যাপেক্স ফুটওয়্যারের ৭ লাখ ৯৫ হাজার টাকার, বে-লিজিংয়ের ৬ লাখ ৮৫ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৬ লাখ ৭৫ হাজার টাকার, এমরাল্ড অয়েলের ৬ লাখ ৫৮ হাজার টাকার, এইচ আর টেক্সটাইলের ৬ লাখ ৪৭ হাজার টাকার, রানার অটোর ৫ লাখ ৭৩ হাজার টাকার, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ১০ হাজার টাকার, রংপুর ফাউন্ড্রির ৫ লাখ ৭ হাজার টাকার, আরডি ফুডের ৫ লাখ ৪ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ৫ লাখ ৩ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Share
নিউজটি ২১৯ বার পড়া হয়েছে ।
Tagged