ব্লক মার্কেট

ব্লক মার্কেটে প্রায় ৫৬ কোটি টাকার লেনদেন

সময়: বুধবার, ডিসেম্বর ২৯, ২০২১ ৬:২৭:৫৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধন শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে আজ বুধবার (২৯ ডিসেম্বর) ৩০ কোম্পানির ৫৫ কোটি ৮১ লাখ ১১ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্য সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিডি ফাইন্যান্সের এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৬৫ লক্ষ ৫১ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে মারিকোর। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ১০ লক্ষ ৭৬ হাজার টাকার। ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ২ লক্ষ ৭৩ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৫ কোটি ৬০ লক্ষ টাকার, জেনেক্স ইনফোসিসের ৫ কোটি ৫৭ লক্ষ ৯৫ হাজার টাকার এবং ফরচুন সুজের ৫ কোটি ৪৭ লক্ষ ২০ হাজার টাকার।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফাইন ফুডের ১ কোটি ৯৬ লক্ষ ৩ হাজার টাকার, সোনালী পেপারের ১ কোটি ৩৭ লক্ষ ২৬ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৯৮ লক্ষ ৪৯ হাজার টাকার, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ডের ৬৩ লক্ষ ৪৭ হাজার টাকার, কাট্টলি টেক্সটাইলের ৫৫ লক্ষ ২০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪১ লক্ষ ৪০ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৪০ লক্ষ ৫৮ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী সিকিউরিটি ব্যাংকের ৩৬ লক্ষ ৯৭ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২৯ লক্ষ ২৪ হাজার টাকার, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১৪ লক্ষ ৯২ হাজার টাকার, পূবালী ব্যাংকের ১৩ লক্ষ ৬২ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৩ লক্ষ ২৪ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ১৩ লক্ষ ২০ হাজার টাকার, বিডি থাইয়ের ১০ লক্ষ ৭৫ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১০ লক্ষ ৫০ হাজার টাকার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৯ লক্ষ ৮৮ হাজার টাকার, বিডি ল্যাম্পের ৯ লক্ষ ১০ হাজার টাকার, খান ব্রাদার্স পিপি ব্যাগের ৮ লক্ষ ৮২ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৭ লক্ষ ৫৫ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৬ লক্ষ ১৯ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ৫ লক্ষ ৪০ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৫ লক্ষ ১২ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫ লক্ষ ২ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৫ লক্ষ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৫১ বার পড়া হয়েছে ।
Tagged