ব্লক মার্কেটে প্রায় ৬৯ কোটি টাকার লেনদেন

সময়: বৃহস্পতিবার, জুন ৯, ২০২২ ৪:২৫:৩৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ৯ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩১ কোম্পানির ৬৮ কোটি ৯৯ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিডি ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১৫ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস। কোম্পানিটির লেনেদেন হয়েছে ১২ কোটি ৪৯ লাখ ৫২ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। কোম্পানিটির লেনেদেন হয়েছে ১২ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার টাকার।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- সালভো কেমিক্যালের ৪ কোটি ৫০ লাখ ৭৪ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৪ কোটি ১৯ লাখ টাকার, লাফার্জহোলসিমের ৩ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকার, বিডিকমের ২ কোটি ৬২ লাখ ৯৬ হাজার টাকার, সিটি ব্যাংকের ২ কোটি ৩৭ লাখ টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ১ কোটি ৭২ লাখ টাকার, কট্টালি টেক্সটাইলের ১ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকার, ব্রাক ব্যাংকের ১ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ৯৭ লাখ ৬৭ হাজার টাকার, বিকনফার্মার ৮৫ লাখ ৬৩ হাজার টাকার, বিজিআইসির ৮৪ লাখ ৩৬ হাজার টাকার, আইপিডিসির ৬৬ লাখ ৪৯ হাজার টাকার, সিএনএ টেক্সটাইলের ৪৯ লাখ ৫০ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৪৬ লাখ ১৫ হাজার টাকার, ওয়ালটন হাইটেকের ৪০ লাখ ১০ হাজার টাকার, রেনাটার ৩৮ লাখ ৯৯ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৩৭ লাখ ১৬ হাজার টাকার, বেক্সিমকো গ্রীন সুকুক বন্ডের ৩৪ লাখ ৫০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২৪ লাখ ১১ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ১০ লাখ ৭২ হাজার টাকার, শেফার্ডের ৯ লাখ টাকার, আরএকে সিরামিকের ৮ লাখ ৬২ হাজার টাকার, ইমাম বাটনের ৭ লাখ ৭৯ হাজার টাকার, রিপাবলিক ইন্সুরেন্সের ৭ লাখ ৫০ হাজার টাকার, ইস্টার্ন লুব্রিকেন্টের ৫ লাখ ৭৯ হাজার টাকার, জেএমআই হসপিটালের ৫ লাখ ৫৬ হাজার টাকার, ফিনিক্স ফাইন্যান্সের ৫ লাখ ৫১ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৯২ বার পড়া হয়েছে ।
Tagged