সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের নিম্নমুখী প্রবনতায় সপ্তাহ শেষ

সময়: বৃহস্পতিবার, জুন ৯, ২০২২ ৪:১২:৩৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদকঃ সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ দেশের শেয়ারবাজারে সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩.৯৪ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৮০.৩০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১.২৬ পয়েন্ট বা ০.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৩৫২.৩৮ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৭৯ পয়েন্ট বা ০.০৫ শতাংশ বেড়ে এক হাজার ৪১৩.৭৪ পয়েন্টে দাঁড়ায়।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৫৮ কোটি ২৬ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১৬১ কোটি ৩৯ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯১৯ কোটি ৬৫ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৭ টির বা ৩৬.০৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৯৬ টির বা ৫১.৫৮ শতাংশের এবং ৪৭টির বা ১২.৩৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১.৯২ পয়েন্ট বা ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ০২৫.৮৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৬ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০১ টির, কমেছে ১৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১ টির দর। আজ সিএসইতে ৩০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৯২ বার পড়া হয়েছে ।
Tagged