ব্লক মার্কেট

ব্লক মার্কেটে সাড়ে ৩০ কোটি টাকার লেনদেন

সময়: রবিবার, মার্চ ২৮, ২০২১ ৫:০৫:৫৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার (২৮ মার্চ) ১৭ কোম্পানির সাড়ে ৩০ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা, আইএফআইসি ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, বিডি ফিন্যান্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, ই-জেনারেশন, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্রামীণফোন, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রবি, সাউথইস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, সিঙ্গারবিডি, এসকে ট্রিমস ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড। কোম্পানিগুলোর ১ কোটি ১৩ লাখ ৩২ হাজার ৯৫৫টি শেয়ার ২৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩০ কোটি ৬৮ লাখ ৭ হাজার টাকার লেনদেন হয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৭১ লাখ টাকার আইএফআইসি ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ২৩ লাখ ৮৫ হাজার টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।

এছাড়া বিডি ফাইন্যান্সের ৮৬ লাখ ৪০ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৭১ লাখ টাকার, ডিবিএইচের ৫ লাখ টাকার, ইজেনারেশনের ১৭ লাখ ৫ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ২৪ লাখ ৯৪ হাজার টাকার, জেনেক্সের ৬০ লাখ ৯১ হাজার টাকার, গ্রামীণফোনের ৬৭ লাখ ৪০ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ ১০ হাজার টাকার, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫৩ লাখ টাকার, রবি আজিয়াটার ১ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার টাকার, এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩৩ লাখ ১১ হাজার টাকার, সিঙ্গারের ৫৯ লাখ ১৫ হাজার টাকার, এসকে ট্রিমসের ৩৯ লাখ ২ হাজার টাকার এবং ট্রাস্ট ব্যাংকের ১৬ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৮৮ বার পড়া হয়েছে ।
Tagged