সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের উত্থানে সপ্তাহ শেষ

সময়: বৃহস্পতিবার, নভেম্বর ১৮, ২০২১ ৮:১৮:৫৫ অপরাহ্ণ


 

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ নভেম্বর) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেন এবং বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১.০৪ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৯১.৮১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১১.৬৫ বা ০.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৬৯৪.৯৪ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ৩.৮১ পয়েন্ট বা ০.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৮০.৩২ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ৪৬১ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৫ কোটি ৯৯ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৫০৭ কোটি ২ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫২টির বা ৪৪.৫৭ শতাংশের, শেয়ার দর কমেছে ১৫৯টির বা ৪৬.৬৩ শতাংশের এবং ৩০টির বা ৮.৮০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮১ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৭২৩.১২ পয়েন্টে। সিএসইতে আজ ২৬৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টির দর বেড়েছে, কমেছে ১০৮টির আর ২৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৬৫ বার পড়া হয়েছে ।
Tagged