ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ১১৩ কোটি টাকার লেনদেন

সময়: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২ ৬:৩৪:৫৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ২৫ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৩ কোম্পানির ২ কোটি ৭৬ লাখ ৬৬৩টি শেয়ার ১৩৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১১৩ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৮ কোটি ৮২ লাখ ৬৭ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইন্ট্রাকো সিএনজির। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৯ কোটি ১৭ লাখ ৬৫ হাজার টাকার।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- আইপিডিসি ফাইন্যান্সের ৩ কোটি ৯৯ লাখ ১৬ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৩ কোটি ৩৮ লাখ ৪২ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৩ কোটি ৩৪ লাখ ৬২ হাজার টাকার, সোনালী পেপারের ৩ কোটি ৭ লাখ ৭৮ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার টাকার, মারিকোর ২ কোটি ৪৪ লাখ টাকার, সানলাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৯৩ লাখ ১ হাজার টাকার, প্রাইম ইন্সুরেন্সের ১ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ১ কোটি ৮ লাখ ৪৭ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংসের ৮০ লাখ ৫ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৭৮ লাখ ৫০ হাজার টাকার, ফারইস্ট নিটিংয়ের ৭৮ লাখ ২৪ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ৬৪ লাখ ৬ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৬৩ লাখ ৫৭ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫৩ লাখ ১২ হাজার টাকার, সোনারগাঁও টেক্সটাইলের ৫২ লাখ ১৩ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪৯ লাখ ৯৭ হাজার টাকার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩২ লাখ ২ হাজার টাকার, সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের ২৬ লাখ ৪৭ হাজার টাকার, এপেক্স ফুডসের ২৫ লাখ ৩৩ হাজার টাকার, সি-পার্ল হোটেলের ২৫ লাখ ২৫ হাজার টাকার, এসইএমএল লেকচার মিউচুয়াল ফান্ডের ২৪ লাখ ৭৫ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ২৩ লাখ ২০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ২৩ লাখ ১২ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ব্যাংকের ২২ লাখ টাকার, বারাক পতেঙ্গা পাওয়ারের ২১ লাখ ৭৭ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ১৮ লাখ টাকার, মতিন স্পিনিংয়ের ১৬ লাখ ৫৮ হাজার টাকার, পেনিনসুলা হোটেলের ১৫ লাখ ১২ হাজার টাকার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১৪ লাখ ৮০ হাজার টাকার, বিকন ফার্মার ১৩ লাখ ৩২ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১১ লাখ ৯০ হাজার টাকার, কাশেম ইন্ডাস্ট্রিজের ১১ লাখ ৮০ হাজার টাকার, ইউনিয়ন ক্যাপিটালের ১১ লাখ ২৫ হাজার টাকার, সিনোবাংলার ১০ লাখ ৬৫ হাজার টাকার, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০ লাখ ৬০ হাজার টাকার, এসএস স্টিলের ১০ লাখ ২৬ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৯ লাখ ৮০ হাজার টাকার, তমিজউদ্দিন টেক্সটাইলের ৮ লাখ ৮১ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ৭ লাখ ৭৬ হাজার টাকার, সিটি জেনারেল ইন্সুরেন্সের ৭ লাখ ২৬ হাজার টাকার, জেএমআই হসপিটালের ৬ লাখ ৩০ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৫ লাখ ৮০ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ৫ লাখ ৫৮ হাজার টাকার, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ৫ লাখ ৪৬ হাজার টাকার, মেঘনা কনডেন্সড মিল্কের ৫ লাখ ৫ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ৫ লাখ ৪ হাজার টাকার, পেপার প্রসেসিংয়ের ৫ লাখ ৩ হাজার টাকার, মনোস্পুল পেপারের ৫ লাখ ১ হাজার টাকার, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ২১৮ বার পড়া হয়েছে ।
Tagged