শেয়ার বিক্রির ঘোষণা দিলেন স্যোস্যাল ইসলামি ব্যাংকের উদ্যোক্তা

সময়: বুধবার, জুলাই ৩১, ২০১৯ ১২:০২:২৭ অপরাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ‘এ’ ক্যাটাগরির স্যোস্যাল ইসলামি ব্যাংকের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, এ কোম্পানির উদ্যোক্তা মো. কামাল উদ্দিন আহমেদ তার মোট ৮২ লাখ ৬৫ হাজার ৩১৩টি শেয়ারের মধ্যে ৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারদর অনুযায়ী এ শেয়ার বিক্রি করা হবে।
কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ১৩ টাকা ৭০ পয়সা থেকে ১৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়।
সর্বশেষ প্রকাশিত কোম্পানিটির ২০১৯ আর্থিক বছরের ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা। ২০১৮ আর্থিক বছরের একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছিল ৭ পয়সা। ২০১৯ আর্থিক বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৬ পয়সা। ২০১৮ ২০১৮ আর্থিক বছরের একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ২৫ পয়সা।
সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে কোম্পানিটির শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ৭.১১। হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে মূল্য আয় (পিই) অনুপাত ১৭.৯৫।

Share
নিউজটি ৩৮৬ বার পড়া হয়েছে ।
Tagged