ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন

সময়: বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০১৯ ৪:৩০:৫৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ ১২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- বিকন ফার্মাসিটিউক্যালস লিমিটেড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এমএল ডায়িং লিমিটেড, প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড, রিংসাইন টেক্সটাইল লিমিটেড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার ফার্মাসিটউক্যালস লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিক এবং উত্তরা ব্যাংক লিমিটেড ।

আজ ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ৪৫ লাখ ৪৯ হাজার ১৭১টি শেয়ার ৪৫ বার হাতবদল হয়েছে। যার মোট মূল্য ছিল ২১ কোটি ৫০ লাখ ৪৬ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিকন ফার্মার। ১বার হাতবদল হয়ে মোট ৮ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে ছিল স্কয়ার র্ফামা। ২বার হাতবদল হয়ে ৪ কোটি ১৫ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকে ট্রিমস ছিল লেনদেনের তৃতীয় সর্বোচ্চ অবস্থানে। ৯বার হাতবদল হয়ে ৪ কোটি ৮ লাখ ৬১ হাজার টাকার লেনদেন হয়েছে।
এছাড়া সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১১ লাখ ৫০ হাজার টাকা, এমএল ডায়িং ৩৯ লাখ ১৩ হাজার, প্রভাতি ইন্স্যুরেন্স ৫ লাখ ১৭ হাজার, রেকিট বেনকিজার ৫ লাখ ২৯ হাজার, রিংসাইন টেক্সটাইল ৩২ লাখ ২০ হাজার, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ৮৬ লাখ ৫০ হাজার, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ৫ লাখ ২ হাজার, স্ট্যান্ডার্ড সিরামিক১ কোটি ৭৫ লাখ ৮৬ হাজার এবং উত্তরা ব্যাংক লিমিটেড ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

Share
নিউজটি ৩২৮ বার পড়া হয়েছে ।
Tagged