ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন

সময়: বুধবার, ডিসেম্বর ৮, ২০২১ ৬:২১:২১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেট লেনদেনে ২৬ কোম্পানির ২০ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এদিন ব্লক মার্কেটে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৫ লক্ষ ৬০ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বাটা সুর। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ১৭ লক্ষ ৫০ হাজার টাকার।

এছাড়া, স্কয়ার ফার্মার ১ কোটি ৯ লক্ষ ৯০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৩৬ লক্ষ ৫২ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ১ কোটি ২৯ লক্ষ ৬০ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৮৮ লক্ষ ৪০ হাজার টাকার, কেডিএস লিমিটেডের ৬৪ লক্ষ ৬৭ হাজার টাকার, আমান ফিডের ৫৫ লক্ষ ১৮ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ৫৪ লক্ষ ৯১ হাজার টাকার, আলহাজ্ব টেক্স টাইলের ৪৭ লক্ষ ১২ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৪০ লক্ষ ৮২ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৩৩ লক্ষ ৬ হাজার টাকার, সেনাকল্যাণ ইন্সুরেন্সের ১৯ লক্ষ টাকার, ওয়ান ব্যাংকের ১৮ লক্ষ ২৪ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ১২ লক্ষ ৫ হাজার টাকার, বীকন ফার্মার ১১ লক্ষ ৪০ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ১০ লক্ষ ৬৩ হাজার টাকার, আরডি ফুডের ৮ লক্ষ ১৫ হাজার টাকার, একমি ল্যাবরেটরিজের ৭ লক্ষ ৮৩ হাজার টাকার, সাফকো স্পিনিংয়ের ৬ লক্ষ ৫৩ হাজার টাকার, বিডিকমের ৬ লক্ষ ৪৭ হাজার টাকার, সোনালী পেপারের ৬ লক্ষ ১০ হাজার টাকার, গোল্ডেনসনের ৫ লক্ষ ২২ হাজার টাকার, একটিভ ফাইনের ৫ লক্ষ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৪৫ বার পড়া হয়েছে ।
Tagged