সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

সময়: বুধবার, ডিসেম্বর ৮, ২০২১ ৬:১৯:১০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের শেয়ারাজারে সূচক কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর ও টাকার অংকে লেনদেন।

বাজার পযৃালোচনায় দেখা যায়, ডিএসইতে আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯৬.৮৫ পয়েন্ট বা ১.৩৭ শতাংশ কমে ছয় হাজার ৯৫২.১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৯.২৫ পয়েন্ট বা ১.৪৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬৭.০৬ পয়েন্টে এবং দুই হাজার ৬২১.০৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৭টির বা ২৫.৯৪ শতাংশ, কমেছে ২৫৭টির বা ৬৮.৭২ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ২০টি বা ৫.৩৪ শতাংশের।

ডিএসইতে আজ ৩৪ কোটি ৭৫ লাখ ৯২টি শেয়ার ২ লাখ ৫৬ হাজার ৭৩৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ১৫২ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকা ৯০ পয়সা। যা আগের কার্যদিবস থেকে ১৭৮ কোটি ৬৫ লাখ টাকা কম।
এদিন ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৪ হাজার ৭৮৪ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৫৯৪ টাকা ৯ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৫০.৯৯ পয়েন্ট বা ১.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৩৫৯.৪০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর। আজ সিএসইতে ৫৩ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইর বাজার মূলধন ছিল ৯৫ হাজার ৬৩৯ কোটি ৭ লাখ ৮৭ হাজার ৬৯০ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৫১ বার পড়া হয়েছে ।
Tagged