ব্লক মার্কেটে ২৭ কোম্পানির লেনদেন

সময়: রবিবার, এপ্রিল ৩, ২০২২ ৩:২৯:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:

আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪২ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর ৭০ লাখ ১৯ হাজার ৮৬৮টি শেয়াল ৫১বার হাত বদলের মাধ্যমে ৪২ কোটি ৩৪ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসই ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির ২৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ শাহজালাল ইসলামী ব্যাংকের ৩ কোটি ১৯ লাখ ৪৯ হাজার টাকা এবং তৃতীয় সর্বোচ্চ জেনেক্সের ২ কোটি ৮৩ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, অগ্নি সিস্টেমসের ৫ লাখ ২ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ১০ লাখ ৪৫ হাজার টাকা, আনোয়ার গ্যালভানাজিংয়ের ৫ লাখ ৩৩ হাজার টাকা, বিডিকম অনলাইনের ৬০ লাখ ৩০ হাজার টাকা, বিডি ল্যাম্পসের ১৯ লাখ ৩৪ হাজার টাকা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১২ লাখ ৮৯ হাজার টাকা, ড্রাগন সোয়েটারের ১ কোটি ১৬ লাখ ৮৮ হাজার টাকা, ইস্টার্ন ক্যাবলসের ৫ লাখ ৫৬ হাজার টাকা, জিবিব পাওয়ারের ১২ লাখ ৪৭ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের ১১ লাখ ৩৬ হাজার টাকা, ইমাম বাটনের ৯ লাখ ১৭ হাজার টাকা, কে অ্যান্ড কিউয়ের ৬০ লাখ টাকা, মেরিকোর ৫৮ লাখ ৬২ হাজার টাকা, মার্কেন্টাইল ব্যাংকের ১ কোটি ৬৫ লাখ ৭ হাজার টাকা, নাহি অ্যালুমিনিয়ামের ৭১ লাখ টাকা, পাওয়ার গ্রিডের ২৯ লাখ ৮৩ হাজার টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৮৩ লাখ ৬১ হাজার টাকা, রহিমা ফুডের ৩৩ লাখ ৪০ হাজার টাকা, সাইফ পাওয়ারের ৬৫ লাখ ৫ হাজার টাকা, সালভো কেমিক্যালের ১৬ লাখ ৬৫ হাজার টাকা, সি পার্লের ৭ লাখ ৭১ হাজার টাকা, সোনালী পেপারের ৮৫ লাখ ৩৯ হাজার টাকা, উত্তরা ব্যাংকের ২ কোটি ১৫ লাখ ৮ হাজার টাকা এবং ইয়াকিন পলিমারের ১ কোটি ২৬ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share
নিউজটি ২০৫ বার পড়া হয়েছে ।
Tagged