ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন

সময়: রবিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২২ ৪:১৬:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:

আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেনে ২৮টি কোম্পানি অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৮ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর ২৮ লাখ ৮৭ হাজার ৪০৫টি শেয়ার ৫০বার হাত বদলের মাধ্যমে ২৮ কোটি ৯২ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। কোম্পানিটির ৫ কোটি ২ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ প্রভাতী ইন্স্যুরেন্সের হয়েছে ৪ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে কপারটেক ইন্ডাস্ট্রিজের।

এছাড়া লেনদেনে অংশ নেয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি ল্যাবের ১০ লাখ ৪৪ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ৫ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১ কোটি ১১ লাখ ৮১ হাজার টাকা, এপেক্স ফুডসের ৫ লাখ ৩ হাজার টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২৯ লাখ ৮৭ হাজার টাকা, বিডি ল্যাম্পসের ৬ লাখ ২৮ হাজার টাকা, বিডি থাই ২১ লাখ ৫০ হাজার টাকা, বিচ হ্যাচারির ৬ লাখ ৬৬ হাজার টাকা, বিকন ফার্মার ৮৫ লাখ ১০ হাজার টাকা, বেক্সিমকোর ৯১ লাখ ৩১ হাজার টাকা, সিভিও পেট্রোকেমিক্যালের ৫ লাখ ৪ হাজার টাকা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ টাকা, ফরচুন সুজের ৩ কোটি ৫ লাখ ৩২ হাজার টাকা, জেনেক্স ইনফোসিসের ১ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা, জিপিএইচ ইস্পাতের ৬ লাখ ৭ হাজার টাকা, ইনফরমেশন সার্ভিসেসের ৯ লাখ ৪০ হাজার টাকা, যমুনা ব্যাংকের ১৩ লাখ টাকা, লিন্ডে বিডির ১১ লাখ ৯০ হাজার টাকা, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৩৫ লাখ ৫৭ হাজার টাকা, নাহি অ্যালুমিনিয়ামের ৬৫ লাখ ৬৪ হাজার টাকা, ওরিয়ন ফার্মার ৪ কোটি ১৯ লাখ ১০ হাজার টাকা, ফার্মা এইডসের ২৪ লাখ ২৩ হাজার টাকা, কুইন সাউথ টেক্সটাইলের ২৩ লাখ ৭৩ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪৯ হাজার টাকা এবং সালভো কেমিক্যালের ৭ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share
নিউজটি ২৩৪ বার পড়া হয়েছে ।
Tagged