ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ২৮ কোম্পানির লেনদেন

সময়: সোমবার, মার্চ ৭, ২০২২ ৪:২২:০১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:

আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ২৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪৫ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর ৮৩ লাখ ১৪ হাজার ৩৮৯টি শেয়ার ৬৩বার হাত বদলের মাধ্যমে ৪৫ কোটি ৭০ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসই ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে সোনালী পেপারের। কোম্পানিটির ১৬ কোটি ৭৬ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বিডিকম অনলাইনের ১৫ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার টাকা এবং তৃতীয় সর্বোচ্চ ইবনে সিনা ফার্মার ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লেনদেনে অংশ নেয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে আলহাজ টেক্টাইলের ১৪ লাখ ৯১ হাজার টাকা, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১১ লাখ ১০ হাজার টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৩ লাখ ১৯ হাজার টাকা, অ্যারামিট সিমেন্টের ৫ লাখ ৮৮ হাজার টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২২ লাখ ২৩ হাজার টাকা, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৭ লাখ ৫ হাজার টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৭৬ লাখ ৬৪ হাজার টাকা, ড্রাগন সোয়েটারের ৩৯ লাখ ৬০ হাজার টাকা, ফরচুন সুজের ১১ লাখ ৫ হাজার টাকা, জেনেক্সের ১ কোটি ৬ লাখ ৬ হাজার টাকা, জিপিএইচ ইস্পাতের ৪২ লাখ ২৭ হাজার টাকা, হামিদ ফেব্রিক্সের ১৭ লাখ ৫৪ হাজার টাকা, আইডিএলসি ফাইন্যান্সের ১৯ লাখ ৪৭ হাজার টাকা, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১৩ লাখ ২০ হাজার টাকা, ম্যাকসন্স স্পিনিংয়ের
৩১ লাখ ৭৪ হাজার টাকা, ওরিয়ন ফার্মার ১ কোটি ৮৮ লাখ ৫৮ হাজার টাকা, ফনিক্স ফাইন্যান্সের ৩১ লাখ ৩৫ হাজার টাকা, কুইন সাউথ টেক্সটাইলের ৫ লাখ ৩৫ হাজার টাকা, রিজেন্ট টেক্সটাইলের ৭ লাখ ৮০ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ২ হাজার টাকা, সাইফ পাওয়ারটেকের ১৩ লাখ ৯৫ হাজার টাকা, সায়হাম কটনেরম ৭২ লাখ ৯৮ হাজার টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩২ হাজার টাকা এবং ইয়াকিন পলিমারের ১০ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share
নিউজটি ২১০ বার পড়া হয়েছে ।
Tagged