ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার বেশি লেনদেন

সময়: বুধবার, জুলাই ২০, ২০২২ ৪:৫৮:৩৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ২০ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪ কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৩ লাখ ৪০ হাজার ৭৩৯টি শেয়ার ১১৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২৯ কোটি ৩০ লাখ ৪৫ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে ২ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এই ২ কোম্পানির লেনদেন হয়েছে ১৬ কোটি ৫ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার।

আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৬ লাখ ৪১ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এইচআর টেক্সটাইলের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৬ কোটি ৯৯ লাখ ৫৪ হাজার টাকার।

এছাড়া, আলহাজ্ব টেক্সটাইলের ২ কোটি ৮৫ লাখ আশি হাজার টাকার, ব্রাক ব্যাংকের ১ কোটি ৯৮ লাখ ৭৫ হাজার টাকার ইউনিলিভার কনজুমারের ১ কোটি ৭৭ লাখ টাকার, কেডিএস লিমিটেডের ৯২ লাখ ৭৯ হাজার টাকার, সান লাইফ ইন্সুরেন্সের ৭৭ লাখ ৬৭ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৭০ লাখ ৮ হাজার টাকার, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ৫০ লাখ টাকার, শাইনপুকুর সিরামিকসের ৪২ লাখ ৭ হাজার টাকার, তিতাস গ্যাসের ৩৮ লাখ ৩১ হাজার টাকার, এশিয়া ইন্সুরেন্সের ৩১ লাখ ৩৮ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ২২ লাখ ৪০ হাজার টাকার, ইনডেক্স এগ্রোর ২১ লাখ ১১ হাজার টাকার, লিবরা ইনফিউশনের ২০ লাখ ৬০ হাজার টাকার, ফরচুন সুজের ২০ লাখ ৩৫ হাজার টাকার, গোল্ডেনসনের ১৯ লাখ ৪০ হাজার টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ১৮ লাখ ৭৪ হাজার টাকার, জেএমআই হসপিটালের ১৬ লাখ ৭৬ হাজার টাকার, লুবরেফের ১৫ লাখ ৯৬ হাজার টাকার, অলটেক্সের ১১ লাখ ১ হাজার টাকার, রহিমা ফুডের ১১ লাখ টাকার, বিডি থাই অ্যালুমিনিয়ামের ১০ লাখ ৭৫ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯ লাখ ৪৪ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এর ৯ লাখ ২৯ হাজার টাকার, জাহিন স্পিনিংয়ের ৮ লাখ ৪৬ হাজার টাকার স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ৭ লাখ ৭৮ হাজার টাকার প্রগতি ইন্সুরেন্সের ৬ লাখ ৭৯ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৫ লাখ ৫৪ হাজার টাকার, ইস্টার্ন ক্যাবলসের ৫ লাখ ১৫ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ৫ লাখ ৮ হাজার টাকার, এডিএন টেলিকমের ৫ লাখ ২ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ লাখ ১ হাজার টাকার, রবি আজিয়াটার ৫ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share
নিউজটি ২৩৮ বার পড়া হয়েছে ।
Tagged