ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৩৫ কোটি টাকার লেনদেন

সময়: শনিবার, ডিসেম্বর ৭, ২০১৯ ৬:৩৭:১৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৫ কোটি টাকা শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর ৬৯ লাখ ৭২ হাজার ৩৭৫টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলো ৩৪ কোটি ৯১ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
আগের সপ্তাহে ৩৭ কোম্পানির ৯০ লাখ ৬৮ হাজার ৬৫টি হাত বদল হয়েছিল। যার বাজার মূল্য ছিল ৩৬ কোটি ১৬ লাখ ৩২ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ১ কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকার লেনদেন কমেছে।

প্রথম কার্যদিবসে ৬ লাখ ৬৩ হাজার ৭৫১টি শেয়ার ৬ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ৪ কোটি ৪১ লাখ ৫ হাজার টাকা।
দ্বিতীয় কার্যদিবসে ১১ লাখ ৮২ হাজার ১০০টি শেয়ার ১৮ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ৪ কোটি ৪ লাখ ৩১ হাজার টাকা।
তৃতীয় কার্যদিবসে ১৩ লাখ ৩৬ হাজার শেয়ার ১৪ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ৫ কোটি ৬৩ লাখ ১৮ হাজার টাকা।
চতুর্থ কার্যদিবসে ৯ লাখ ৫৭ হাজার ৫০০ শেয়ার ১৪ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ৪ কোটি ৪৮ লাখ ৮ হাজার টাকা।
পঞ্চম কার্যদিবসে ২৮ লাখ ৩৩ হাজার ২৪টি শেয়ার ৩১ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ১৬ কোটি ৩৪ লাখ ৪২ হাজার টাকা।

এদিকে টাকার অঙ্কে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১৪ কোটি ৬০ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ডেফোডিল কম্পিউটার্স লিমিটেডের।
দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে খুলনা পাওয়ার। কোম্পানিটির লেনদেন হয়েছে ৩ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকা।
২ কোটি ৮৬ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো- আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ব্রাক ব্যাংক লিমিটেড, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইভিন্স টেক্সটাইল লিমিটেড, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড, যমুনা অয়েল লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, প্যাসিফিক ডেনিমস লিমিটেড, পাওয়ার গ্রীড লিমিটেড, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আরডি ফুড লিমিটেড, শাশা ডেনিমস লিমিটেড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মাসিটিউক্যালস লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড ও ইয়াকিন পলিমার লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৬৮ বার পড়া হয়েছে ।
Tagged