ব্লক মার্কেটে ৩৮ কোম্পানির লেনদেন

সময়: সোমবার, মার্চ ২৮, ২০২২ ৪:৩০:৩৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:

আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬১ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর ৬২ লাখ ৪৯ হাজার ৭২২টি শেয়ার ৭৬বার হাত বদলের মাধ্যমে ৬১ কোটি ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসই ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রাইম ইন্স্যুরেন্সের। কোম্পানিটির ১৬ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৬ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা এবং তৃতীয় সর্বোচ্চ রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, আলহাজ টেক্সটাইলের ২ কোটি ৭২ লাখ ১৭ হাজার টাকা, আমান ফিডের ১৪ লাখ ৪২ হাজার টাকা, এপেক্স ফুডসের ৫ লাখ ৩৭ হাজার টাকা, ব্যাংক এশিয়ার ৮ লাখ ৪৬ হাজার টাকা, বিডি ফাইন্যান্সের ৮ লাখ ৫২ হাজার টাকা, বিডি থাইয়ের ১২ লাখ ৪২ হাজার টাকা, বসুন্ধরা পেপারের ২৬ লাখ ১২ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকা, বাংলাদেশ সাবমেরিনের ২০ লাখ ৫০ হাজার টাকা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৮৮ লাখ ৭৪ হাজার টাকা, ডমিনেজ স্টিলের ১৪ লাখ ১৬ হাজার টাকা, ড্রাগন সোয়েটারের ১৫ লাখ ৫৫ হাজার টাকা, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৬ লাখ ৬০ হাজার টাকা, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ ৭১ হাজার টাকা, ফরচুন সুজের ১৪ লাখ ২৪ হাজার টাকা, জেনেক্সের ২ কোটি ৭৫ লাখ ৪১ হাজার টাকা, এইচআর টেক্সটাইলের ৫৬ লাখ ১৩ হাজার টাকা, কে অ্যান্ড কিউর ১ কোটি ১৯ লাখ ৪৬ হাজার টাকা, কাট্টালি টেক্সটাইলের ৩৫ লাখ ৬৭ হাজার টাকা, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ১৮ লাখ ৪০ হাজার টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৩৮ লাখ ৫৯ হাজার টাকা, নাহি অ্যালুমিনিয়ামের ১৩ লাখ ৭৮ হাজার টাকা, এনআরবি
কমার্শিয়াল ব্যাংকের ৫ লাখ ২০ হাজার টাকা, ওয়াইম্যাক্স ৬ লাখ ২৪ হাজার টাকা, ওরিয়ন ফার্মার ৬ লাখ ৯৪ হাজার টাকা, পেপার প্রসেসিংয়ের ৭ লাখ ৮৯ হাজার টাকা, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৪ কোটি ২০ লাখ টাকা, প্রিমিয়ার ব্যাংকের ১১ লাখ ৩১ হাজার টাকা, প্রভাতী ইন্স্যুরেন্সের ৩৯ লাখ ৯০ হাজার টাকা, আরডি ফুডের ৬৫ লাখ ৩০ হাজার টাকা, সিলকো ফার্মার ৭০ লাখ টাকা, সোনালী পেপারের ১২ লাখ ৪৯ হাজার টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের ২৩ লাখ টাকা, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৬৪ লাখ ২৬ হাজার টাকা এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share
নিউজটি ২১১ বার পড়া হয়েছে ।
Tagged