ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৪৬ কোটি টাকার বেশি লেনদেন

সময়: সোমবার, আগস্ট ৯, ২০২১ ৭:৫১:১৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে (৯ আগস্ট) ব্লক মার্কেটে ৫৩ কোম্পানির ৪৬ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হল- জেনেক্স ইনফোসিস, বেক্সিমকো ফার্মা, রেনাটা, বিকনফার্মা, আমান কটন ফাইবার্স, এসিআই, একমি ল্যাবরোটরি, এএফসি এগরো বিচ, আমান ফিড, এপোলো ইস্পাত, বারাকা পাওয়ার, বিডি ল্যাম্পস, বেঙ্গল উইন্ডসোর র্থামোপ্লাস্টিক, বার্জর পেইন্ট বাংলাদেশ, ব্রাক ব্যাংক, ঢাকা ডাইং, ডার্চ বাংলা ব্যাংক, ইস্টার্ন হাউজিং, এক্সিম ব্যাংক,ফাইন ফুডস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, ফরচুন সু, জিবিবি পাওয়ার, জিপি ইস্পাত, ইনটারাকো রিফুয়েলিং স্টেশন, ইসলামী ইন্স্যুরেন্স, আইটি কনসোলিটেড, যমুনা ব্যাংক কর্ণফুলী টেক্সটাইল, কে এন্ড কিউ, কেয়া কসমেটিকস, কাটালী টেক্সটাইল, মোজাফফর হোসেন স্পিনিং মিল, মির আক্তর হোসেন, মুন্নু সিরামিকস, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ইনফুসন, ওরিয়ান ফার্মা, পাওয়ার গ্রিড, প্রিমিয়ার সিমেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, কুইন সাউথ, আর একে সিরামিকস, আরএসআরএম স্টিল, সাইম কটন মিলস, সালভো কেমিক্যাল ইন্ডাসট্রিজ, সিলকো ফার্মাসিটিক্যাল, সিনোবাংলা ইন্ডাসট্রিজ, সাহজি বাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, উসমানি গ্লাস সিট ফ্যাক্টরি এবং ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। এদিন ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ৭০ লাখ ৭৫ হাজার ৫৬৬টি শেয়ার ১১৮ বার হাত বদল হয়েছে, যার বাজারমূল্য ৪৬ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৪৪ লাখ ৬৭ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ বেক্সিমকো ফার্মার ৬ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ রেনাটার ৫ কোটি ২ লাখ ৯২ হাজার টাকার, চতুর্থ সর্বোচ্চ বিকনফার্মার ৩ কোটি ১১ লাখ ৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- একমি ল্যাবের ২ কোটি ৫৮ লক্ষ ১১ হাজার টাকার, কাটালি টেক্সটাইলের ২ কোটি ৪ লক্ষ টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ১ কোটি ৮৫ লক্ষ ৭০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ৭৯ লক্ষ ২০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৭৭ লক্ষ ৭২ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ১ কোটি ৫৭ লক্ষ ৮ হাজার টাকার, আমান ফিডে ৯৫ লক্ষ ৬৩ হাজার টাকার, ফর্চুন সুজের ৯৪ লক্ষ ২০ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৯২ লক্ষ ৩৯ হাজার টাকার, ফাইন ফুডসের ৮৫ লক্ষ ১৭ হাজার টাকার, কুইন সাউথের ৭৮ লক্ষ টাকার, এসিআইয়ের ৭৭ লক্ষ ৫১ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৫৫ লক্ষ ৫৫ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ৪২ লক্ষ ৫০ হাজার টাকার, কে এন্ড কিউয়ের ৪২ লক্ষ ৫০ হাজার টাকার, সিলকো ফার্মার ৪১ লক্ষ ৪২ হাজার টাকার, সায়হাম কটনের ৩৯ লক্ষ ৩৬ হাজার টাকার, সামিট পাওয়ারের ৩৪ লক্ষ ৩৩ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৩৬ লক্ষ ২২ হাজার টাকার, এফসি এগ্ৰোর ৩৩ লক্ষ টাকার, প্রিমিয়ার সিমেন্টের ২৭ লক্ষ টাকার, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ২৬ লক্ষ ০৭ হাজার টাকার, বেঙ্গল উইন্ডসোরের ২৪ লক্ষ ৫১ হাজার টাকার, আরএকে সিরামিকের ২৩ লক্ষ ৩৬ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২১ লক্ষ ৭৬ হাজার টাকার, বার্জার পেইন্টসের ২১ লক্ষ ৩১ হাজার টাকার, ডাচ বাংলা ব্যাংকের ২১ লক্ষ টাকার, কর্ণফুলীর ১৯ লক্ষ ০৩ হাজার টাকার, মুন্নু সিরামিকের ১৮ লক্ষ ৫৩ হাজার টাকার, যমুনা ব্যাংকের ১৮ লক্ষ ২৫ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৭ লক্ষ ৮৬ হাজার টাকার, ভিএফএস থ্রেডের ১৬ লক্ষ ৫৫ হাজার টাকার, বারাকা পাওয়ারের ১৪ লক্ষ ৭৫ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ১৪ লক্ষ ৫২ হাজার টাকার, সালভো কেমিক্যালের ১৪ লক্ষ ৪৬ হাজার টাকার, সিনো বাংলার ১৪ লক্ষ ৩৫ হাজার টাকার, আর এস এম স্টিলের ১৩ লক্ষ ৮০ হাজার কেয়া কসমেটিকসের ১৩ লক্ষ ৫০ হাজার টাকার, ইসলামী ইন্সুরেন্সের ১১ লক্ষ ৬৯ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১১ লক্ষ ৩৪ হাজার টাকার, আমান কটনের ৯ লক্ষ ৮৮ হাজার টাকার, ইন্ট্রাকোর ৭ লক্ষ ৮৮ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৭ লক্ষ ১১ হাজার টাকার, এক্সিম ব্যাংকের ৬ লক্ষ ৩০ হাজার টাকার, উসমানিয়া ৬ লক্ষ ২ হাজার টাকার, অ্যাপোলো ইস্পাতের ৫ লক্ষ ৬৩ হাজার টাকার, ইনফর্মেশন টেকনোলজির ৫ লক্ষ ৬৩ হাজার টাকার, মীর আক্তারের ৫ লক্ষ ২৮ হাজার টাকার, বিডি ল্যাম্পসের ৫ লক্ষ ১৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৯২ বার পড়া হয়েছে ।
Tagged