ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৪০২ কোটি টাকার বেশি লেনদেন

সময়: মঙ্গলবার, এপ্রিল ২০, ২০২১ ৪:০১:৪১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার (২০ এপ্রিল) ২৭ টি কোম্পানির ৪০২ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতী ইন্স্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার, গ্রামীণফোন, এসিআই, এডিএন টেলিকম, এশিয়া ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিকন ফার্মা, বার্জার পেইন্টস, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, ইফাদ অটোস, কোহিনুর কেমিক্যাল, লাফার্জহোলসিম, ন্যাশনাল টিউবস, আরডি ফুড, রিং শাইন, রূপালী ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, শাহজিবাজার পাওয়ার,সানলাইফ ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড। কোম্পানিগুলোর ২ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৭৪৪টি শেয়ার ১০২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪০২ কোটি ৭১ লাখ ৩৪ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১২৭ কোটি ২৮ লাখ ১১ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১২৫ কোটি ১০ লাখ টাকার ইউনাইটেড পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ১২৩ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে গ্রামীণফোনের।

এছাড়া এসিআইয়ের ৯ লাখ ৪০ হাজার টাকার, এডিএন টেলিকমের ৭ লাখ ২৭ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৬ কোটি ৭২ লাখ টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১ কোটি ৪ লাখ ১০ হাজার টাকার, বিকন ফার্মার ১০ লাখ ৫১ হাজার টাকার, বার্জার পেইন্টসের ১৭ লাখ ১০ হাজার টাকার, বেক্সিমকোর ৯ লাখ ১৩ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৯৭ লাখ ৪০ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৩ লাখ ৬৪ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৮ কোটি ৯০ লাখ ৭ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকার, জেনেক্সের ১০ লাখ টাকার, ইফাদ অটোসের ৯ লাখ ২ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১৫ লাখ ৩৯ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৫ লাখ ৪৯ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ১৫ হাজার টাকার, আরডি ফুডের ২ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকার, রিংশাইনের ৫ লাখ ১০ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ৭ লাখ ৫৬ হাজার টাকার, সী পার্লের ২১ লাখ ৪ হাাজাার টাকার, সিলভা ফার্মার ২৫ লাখ ৬ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ৫১ লাখ ৪৩ হাজার টাকার, সানলাইফের ১২ লাখ ৬৫ হাজার টাকার এবং ইউনাইটেড ফাইন্যান্সের ১ কোটি ৪৫ লাখ ৫২ হাজার টাকার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৫৪ বার পড়া হয়েছে ।
Tagged