ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৪০ কোম্পানির শেয়ার লেনদেন

সময়: বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২ ৪:৫৩:৩৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ২৪ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮৩ লাখ ৯৮ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সর্বোচ্চ১১ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের।
দ্বিতীয় সর্বোচ্চ৪ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৮৪ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ইন্ট্রাকো সিএনজির।

এছাড়া, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩ কোটি ২৫ লাখ টাকার, ট্রাস্ট ব্যাংকের ২ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ১ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ১ কোটি ৫০ লাখ ১২ হাজার টাকার, সালভো কেমিক্যালের ১ কোটি ২ লাখ টাকার, প্রগতি লাইফের ৫০ লাখ ২৮ হাজার টাকার, বেক্সিমকো গ্রীন শুকুকের ৪৩ লাখ ৫০ হাজার টাকার, ইন্দো বাংলা ফার্মার ৩৪ লাখ টাকার, সাইফ পাওয়ারটেকের ২৯ লাখ ৭০ হাজার টাকার, গ্রামীণফোনের ২৫ লাখ ৮২ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ২৫ লাখ ৫৮ হাজার টাকার, বিবিএসের ২৪ লাখ ৫৭ হাজার টাকার, বিবিএস কেবলের ১৯ লাখ ২৩ হাজার টাকার, আইপিডিসি ফাইনেন্সের ১৭ লাখ ৫১ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১৫ লাখ ১৯ হাজার টাকার, আরএকে সিরামিকের ১৫ লাখ ১৭ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১১ লাখ ৯৭ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ১০ লাখ ৫৩ হাজার টাকার, এএমসিএল প্রাণের ১০ লাখ ২৯ হাজার টাকার, একটিভ ফাইনের ১০ লাখ ১২ হাজার টাকার, বীজ হ্যাচারীর ৯ লাখ ৪৪ হাজার টাকার, আমরা নেটের ৭ লাখ ৪৬ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৭ লাখ টাকার, লাফার্জ হোলসিমের ৬ লাখ ৬০ হাজার টাকার, লিন্ডে বিডির ৬ লাখ ৫০ হাজার টাকার, বিডি ল্যাম্পের ৬ লাখ ৩০ হাজার টাকার, রিং শাইনের ৫ লাখ ৮৫ হাজার টাকার, আর ডি ফুডের ৫ লাখ ৮৫ হাজার টাকার, সিলভা ফার্মার ৫ লাখ ৮৩ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৫ লাখ ৫৩ হাজার টাকার, গ্লোবাল ইসলামিক ব্যাংকের ৫ লাখ ৫২ হাজার টাকার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৫ লাখ ২৬ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৫ লাখ ১৪ হাজার টাকার, মনোস্পুল পেপারের ৫ লাখ ৭ হাজার টাকার, ফারইস্ট লাইফের ৫ লাখ ৪ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৫ লাখ ৪ হাজার টাকার, সোনালি পেপারের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Share
নিউজটি ১৬২ বার পড়া হয়েছে ।
Tagged