ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৪১ কোম্পানির লেনদেন

সময়: রবিবার, জানুয়ারি ৯, ২০২২ ৫:২৫:০৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার (৯ জানুয়ারি) ব্লক মার্কেটে ১০৭ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার টাকার লেনদেন করেছে ৪১ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্লক মার্কেটে আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের। এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৫২ কোটি ৫৭ লক্ষ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৯ লক্ষ ২৮ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৯৫ লক্ষ ৬২ হাজার টাকার। চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে পেনিনসুলার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৪৪ লক্ষ ৯০ হাজার টাকার।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- জেনেক্স ইনফোসিসের ৪ কোটি ৪৮ লক্ষ ৮৩ হাজার টাকার, প্রগ্রেসিফ লাইফের ২ কোটি ৬৯ লক্ষ ৬৪ হাজার টাকার, সোনালি পেপারের ১ কোটি ৭৪ লক্ষ ৮০ হাজার টাকার, কাট্টালী টেক্সটাইলের ৮১ লক্ষ ৩৬ হাজার টাকার, বিকন ফার্মার ৭৬ লক্ষ ১৯ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৭২ লক্ষ ৫০ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৫৩ লক্ষ ৯৬ হাজার টাকার, বেক্সিমকোর ৫০ লক্ষ ২ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৪৫ লক্ষ ৭২ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪৫ লক্ষ ৪৮ হাজার টাকার, নাহি পাওয়ারের ৩৮ লক্ষ টাকার, শেফার্ডের ৩১ লক্ষ ১২ হাজার টাকার, আরডি ফুডের ২৮ লক্ষ টাকার, সাইফ পাওয়ারটেকের ২৬ লক্ষ ৪ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ২৫ লক্ষ ৭১ হাজার টাকার, আনোয়ার গেলভানাইজিংয়র ২০ লক্ষ ৪১ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১৯ লক্ষ টাকার, ম্যাকসন স্পিনিংয়ের ১৪ লক্ষ ৬১ হাজার টাকার, এনার্জি প্যাকের ১২ লক্ষ ২৪ হাজার টাকার, পেরামাউন্ট টেক্সটাইলের ৯ লক্ষ ৬৩ হাজার টাকার, সোনালি লাইফের ৭ লক্ষ ৭৮ হাজার টাকার, মীর আখতারের ৬ লক্ষ ৪৫ হাজার টাকার, ডেলটা লাইফের ৫ লক্ষ ৫৬ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৫ লক্ষ ৭ হাজার টাকার, জি এস পি ফাইন্যান্সের ৫ লক্ষ ৩ হাজার টাকার, জনতা ইন্সুরেন্সের ৫ লক্ষ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৩৬ বার পড়া হয়েছে ।
Tagged