ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৪৭ কোম্পানির শেয়ার লেনদেন

সময়: বুধবার, নভেম্বর ৯, ২০২২ ৫:০৮:০৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ০৯ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এ ৪৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯২ কোটি ৪৬ লাখ ৯৮ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সর্বোচ্চ ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের।
দ্বিতীয় সর্বোচ্চ ২২ কোটি ৯৬ লাখ ৪২ হাজার টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। তৃতীয় সর্বোচ্চ ১০ কোটি ৭২ লাখ ৭২ হাজার টাকার লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। চতুর্থ সর্বোচ্চ ৫ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের।

এছাড়া, বসুন্ধরা পেপারের ৩ কোটি ২৫ লাখ ৪৯ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২ কোটি ৫ লাখ ২৯ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকার, ইসলামী ব্যাংকের ১ কোটি ৯৫ লাখ ২৫ হাজার টাকার, আইপিডিসি ফাইনান্সের ১ কোটি ৭২ লাখ ৯১ হাজার টাকার, সোশ্যাল ইসলামী ব্যাংকের ১ কোটি ৬৫ লাখ ৩১ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ১ কোটি ৩১ লাখ ৩৬ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ২২ লাখ ১০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৯৪ লাখ ১৫ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৮৯ লাখ ২২ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজের ৬১ লাখ ৬০ হাজার টাকার, আরএকে সিরামিকের ৪৯ লাখ ৩৪ হাজার টাকার, সোনালী লাইফের ৪৬ লাখ ১৫ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৪৬ লাখ টাকার, সোনালী পেপারের ৪০ লাখ ৪১ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৩৫ লাখ ৭০ হাজার টাকার, বীচ হ্যাচারির ৩০ লাখ ৩২ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ২৫ লাখ ৩১ হাজার টাকার, লাফার্জহোলসিমের ২৩ লাখ ৬৫ হাজার টাকার, কে এন্ড কিউ এর ২০ লাখ ৩১ হাজার টাকার, ইউনিয়ন ইন্সুরেন্সের ১৯ লাখ ৯০ হাজার টাকার, সোনালী আশের ১৭ লাখ ৩৪ হাজার টাকার, নাহি এ্যালমুনিয়ামের ১৬ লাখ ৯৮ হাজার টাকার, এডিএন টেলিকমের ১৫ লাখ ৫২ হাজার টাকার, মোজাফফর হোসেন স্পিনিং এর ১৫ লাখ ৪২ হাজার টাকার, আমরা নেটওয়ার্কের ১৪ লাখ ৯৪ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ১৪ লাখ ১১ হাজার টাকার, ব্রাক ব্যাংকের ৯ লাখ ৬৩ হাজার টাকার, সানলাইফ ইন্সুরেন্সের ৭ লাখ ৪৫ টাকার, কেয়া কসমেটিকসের ৭ লাখ ২০ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ৬ লাখ ৯০ হাজার টা৬কা পায়োনিয়ার ইন্সুরেন্সের ৬ লাখ ৭৫ হাজার টাকা নাভানা ফার্মার ৬ লাখ ৫০ হাজার টাকার, তাকাফুল ইসলামী ইন্সুরেন্সের ৬ লাখ ১০ হাজার টাকা জিএসপি ফাইনান্সের ৬ লাখ ৮ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৫ লাখ ৮৩ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ৫ লাখ ৮৩ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৫ লাখ ৭৫ হাজার টাকার, লুবরেফের ৫ লাখ ১০ হাজার টাকার, মালেক স্পিনিং এর ৫ লাখ ৯ হাজার টাকার, মেট্রো স্পিনিং এর ৫ লাখ হাজার টাকার, প্রাইম ইন্সুরেন্সের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Share
নিউজটি ১৯৫ বার পড়া হয়েছে ।
Tagged