ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৫২ কোম্পানির শেয়ার লেনদেন

সময়: মঙ্গলবার, ডিসেম্বর ২০, ২০২২ ৫:১৪:৪৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ২০ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৫৭ কোটি ৩১ লাখ ৬১ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৬১ লাখ ৫৫ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৪১ লাখ ৮৯ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইন্ট্রাকো সিএনজির। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৫ কোটি ৬২ লাখ ১৭ হাজার টাকার। চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৫ কোটি ৪৭ লাখ ৭৩ হাজার টাকার।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেন গুলো হলো- ব্র্যাক ব্যাংকের ৪ কোটি ৩৩ লাখ ৭৫ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ২ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ১ কোটি ৮২ লাখ ২ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ১ কোটি ৫৬ লাখ টাকার, গ্রামীণ ফোনের ১ কোটি ১৫ লাখ ৪৪ হাজার টাকার, বিকন ফার্মার ১ কোটি ৩ লাখ ৭৩ হাজার টাকার, ফরচুন সুজের ১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share
নিউজটি ১৬০ বার পড়া হয়েছে ।
Tagged