ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৫২ কোম্পানির শেয়ার লেনদেন

সময়: সোমবার, মার্চ ২৭, ২০২৩ ৯:০২:৩২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ২৭ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে এই ৫২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ১৮ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার টাকার। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তিন কোম্পানির শেয়ার।

কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, আলহাজ টেক্সটাইল এবং ফাইন ফুডস।

আজ ব্লক মার্কেটে এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৪১ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৪ শতাংশ।

জানা যায়, এই তিন কোম্পানির মধ্যে সর্বোচ্চ স্কয়ার ফার্মার ৪ কোটি ৭০ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এরপর দ্বিতীয় সর্বোচ্চ আলহাজ টেক্সটাইলের ২ কোটি ২২ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এবং তৃতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মার ১ কোটি ৩৮ লাখ ৮৯ হাজার, ম্যারিকোর ৭০ লাখ ৭০ হাজার, আমান কটনের ৬৯ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, সি পার্ল হোটেলের ৪৬ লাখ ৮২ হাজার, লিনডে বিডির ৩৭ লাখ ৮৯ হাজার, সাইহাম টেক্সটাইলের ৩৫ লাখ ৮২ হাজার এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৪ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

উল্লেখ্য, আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৮৯ টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮ টির দর বেড়েছে, ৭৫ টির দর কমেছে, ১৮৬ টির দর অপরিবর্তিত রয়েছে। আজ ডিএসইতে ৩১৭ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ২৮৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার।

 

Share
নিউজটি ১১৯ বার পড়া হয়েছে ।
Tagged