ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার বেশি লেনদেন

সময়: বুধবার, সেপ্টেম্বর ১, ২০২১ ৯:৫৮:১৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (১লা সেপ্টেম্বর) ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির ৬০ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হল- বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, জিপিএইচ ইস্পাত, এসিআই, অগ্রণী ইন্স্যুরেন্স, আলহাজ্ব টেক্সটাইল, আলিফ ম্যানুফ্যাকচারিং, আমান ফিড, বিট্রিশ আমেরিকান টোব্যাকো, বে-লিজিং, বিডি ফাইন্যান্স, বিকন ফার্মা, বেক্সিমকো, সিএপিএম আইবিবিএল মিউচ্যুায় ফান্ড, কপারটেক কেমিক্যাল, ড্রাগন সোয়েটার, ইর্স্টান ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, ফাইন ফুড, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, আইসিবি, আইডিএলসি, আইএফআইসি ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং, ইনডেক্স অ্যাগ্রো, আইপিডিসি, ইসলামীক ফাইন্যান্স, কেয়া কসমেটিকস, লঙ্কাবাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, ম্যারিকো বাংলাদেশ, মতিন স্পিনিং, মেট্রো স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল হাউজিং, অরিয়ন ফার্মা, প্যাসিফিক ডেনিমস, ফনিক্স ফাইন্যান্স, পাওয়ার গ্রীড, প্রগতি ইন্সুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, রংপুর ফাউন্ডারি , স্যালভো কেমিক্যাল, সাউথ বাংলা ব্যাংক, স্কয়ার ফার্মা, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, ওয়ালটন হাইটেক এবং ইয়াকিন পলিমার লিমিটেড।

এদিন ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ৯৫ লাখ ১০ হাজার ৭৫৪টি শেয়ার ১৩১ বার হাত বদল হয়েছে, যার বাজারমূল্য ৫৫ কোটি ৭১ লাখ ৯৯ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৭৭ লাখ ৭২ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ ব্র্যাক ব্যাংক ৭ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ ইউনাইটেড পাওয়ার জেনারেশন ৪ কোটি ৭ লাখ ৪০ হাজার টাকার, চতুর্থ সর্বোচ্চ জিপিএইচ ইস্পাত ৩ কোটি ৫৭ লাখ ২ হাজার টাকার লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- এসিআইয়ের ৩ কোটি ১০ লাখ টাকার, অগ্রণী ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৭ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ৯ লাখ ৬ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারের ৩৪ লাখ ১৪ হাজার টাকার, আমান ফিডের ৫ লাখ ৪ হাজার টাকার, বিট্রিশ আমেরিকান টোব্যাকোর ৫৯ লাখ, বে-লিজিংয়ের ৬১ লাখ ১৩ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৩ কোটি ১০ লাখ ২০ হাজার টাকার, বিকন ফার্মার ৯৫ লাখ ৩ হাজার টাকার, বেক্সিমকোর ২ কোটি ৭০ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুায় ফান্ডের ১৪ লাখ ৫২ হাজার টাকার, কপারটেক কেমিক্যালের ৬ লাখ ৩ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ১০ লাখ ৯৫ হাজার টাকার, ইর্স্টান ইন্স্যুরেন্সের ১ কোটি ৮৪ লাখ ৯৩ হাজার টাকার, ফার কেমিক্যালের ৬০ লাখ ৬৫ হাজার টাকার, ফাইন ফুডের ১ কোটি ১২ লাখ ৪২ হাজার টাকার, ফরচুন সুজের ১ কোটি ৮৩ লাখ টাকার, জিবিবি পাওয়ারের ৫৩ কোটি ৭৪ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৯ লাখ ৯৮ হাজার টাকার, আইসিবির ২০ লাখ ১৪ হাজার টাকার, আইডিএলসির ২০ লাখ ৪ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৩২ লাখ ৩৭ হাজার টাকার, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫ লাখ ৭৬ হাজার টাকার, ইনডেক্স এগ্রোর ১০ লাখ ৫০ হাজার টাকার, আইপিডিসির ২ কোটি ৫৪ লাখ ৭ হাজার টাকার, ইসলামীক ফাইন্যান্সের ১৩ লাখ ৫৫ হাজার টাকার, কেয়া কসমেটিকসের ৮৫ লাখ ৫৮ হাজার টাকার, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ৬ লাখ ৩০ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ১ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৫ লাখ ৬৪ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ১৮ লাখ ৭৫ হাজার টাকার, ম্যারিকো বাংলাদেশের ৫৫ লাখ ৩৪ হাজার টাকার, মতিন স্পিনিংয়ের ১৮ লাখ টাকার, মেট্রো স্পিনিংয়ের ৬ লাখ ৬০ হাজার টাকার, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৩৮ লাখ ৩৫ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলের ৮ লাখ ৫৩ হাজার টাকার, ন্যাশনাল হাউজিংয়ের ২৮ লাখ ২৯ হাজার টাকার, অরিয়ন ফার্মার ১১ লাখ ৭০ হাজার টাকার, প্যাসিফিক ডেনিমসের ৮৮ লাখ ২০ হাজার টাকার, ফনিক্স ফাইন্যান্সের ৬ লাখ ৭০ হাজার, পাওয়ার গ্রীডের ১১ লাখ ৭০ হাজার টাকার, প্রগতি ইন্সুরেন্সের ২৫ লাখ ৫০ হাজার টাকার, প্রিমিয়ার সিমেন্টের ৪৪ লাখ ২১ হাজার টাকার, প্রভাতি ইন্স্যুরেন্সের ২ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৮ লাখ ৭৬ হাজার টাকার, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৫ হাজার টাকার, কুইন সাউথ টেক্সটাইলের ২৬ লঅখ ৩৬ হাজার টাকার, রংপুর ফাউন্ডের ৬ লাখ ৯৬ হাজার টাকার, স্যালভো কেমিক্যালের ৫ লাখ ৪ হাজার টাকার, এসবিএসি ব্যাংকের ১০ লাখ ৪৫ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২৬ লাখ ৩৬ হাজার টাকার, এসএস স্টিলের ৯২ লাখ টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২৭ লাখ ৯৯ হাজার টাকার, ইউনাইটেড ফাইন্যান্সের ৪২ লাখ ১৫ হাজার টাকার, ওয়ালটন হাইটেকের ১১ লাখ ১২ হাজার টাকার এবং ইয়াকিন পলিমারের ৮ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৬৪ বার পড়া হয়েছে ।
Tagged