সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের স্বাভাবিক ওঠানামায় মাইলফলকে শেয়ারবাজার

সময়: বুধবার, সেপ্টেম্বর ১, ২০২১ ১০:০১:১৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। এদিন সূচকের স্বাভাবিক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলে। যে কারণে দিনশেষে মাইলফলকে ওঠে আসে ডিএসই’র প্রধান সূচক।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৭.১৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯১৬.৩৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসই-৩০ সূচক দশমিক ২০.৭৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৭৪.৭২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই’র শরিয়াহ্ সূচক ৫.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৫.৬৭ পয়েন্টে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯২টি, কমেছে ১৪৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

আজ ডিএসইতে মোট ৫৯ কোটি ৮৭ লাখ ৮৪ হাজার ৪১৬টি শেয়ার ৩ লাখ ৩২ হাজার ৫৩৩ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ হাজার ৩৬৬ কোটি ৩৬ লাখ ২৮ হাজার ৬০০ টাকা ৭০ পয়সা।

আজ ডিএসই’র বাজার মূলধন ছিল ৫ লাখ ৬০ হাজার ৯৯ কোটি ৭৬ লাখ ৩৮ হাজার ৯৯২ টাকা ২১ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৮.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ১৭৬.০১ পয়েন্টে। সিএসইতে আজ ৩২০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭১টির দর বেড়েছে, কমেছে ১১৪টির আর ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৮৭ বার পড়া হয়েছে ।
Tagged