ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৬১ কোটি টাকার বেশি লেনদেন

সময়: রবিবার, মার্চ ২১, ২০২১ ৫:৫৭:১১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ রোববার ২১ কাম্পানির ৬১ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- ইউনাইটেড পাওয়ার, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, বিকন ফার্মা, ডিবিএইচ, এমারেল্ড অয়েল, জিবিবি পাওয়ার, জেনেক্স, গ্রামীণফোন, কোহিনুর কেমিক্যাল, লংকাবাংলা ফাইন্যান্স, লাফার্জহোলসিম, এমজেএলবিডি, মুন্নু সিরামিক, প্রিমিয়ার ব্যাংক, রবি আজিয়াটা, সী পার্ল, সিলকো ফার্মা, ওয়ালটন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং জাহিনটেক্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জান গেছে, কোম্পানিগুলোর ২৯ লাখ ৫৪ হাজার ৩৫৫টি শেয়াার ৩৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬১ কোটি ৩০ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাাৎ ২৭ কোটি ৩৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৫ লাখ টাকার বৃটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার।

এছাড়া সিভিও পেট্রোকেমিক্যালের ৩১ লাখ ৮৯ হাজার টাকার, ডিবিএইচের ১০ লাখ ১হাাজার টাকার, এমারেল্ড অয়েলের ১৬ লাখ ২০ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৪৮ লাখ ৬৮ হাজার টাকার, জেনেক্সের ২৫ লাখ ৩ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৪৫ লাখ ৭৭ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৫ লাখ ৩৫ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৪৭ লাখ ২৫ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৮ লাখ ৮৫ হাজার টাকার, এমজেএলবিডির ১১ লাখ ৮২ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৫ লাখ টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৪২ লাখ ৯০ হাজার টাকার, রবি আজিয়াটার ৫ লাখ ৪৮ হাজার টাকার, সী পার্লের ১৩ লাখ ১২ হাজার টাকার, সিলকো ফার্মার ৯ লাখ ৯০ হাজার টাকার, ওয়ালটনের ৫ লাখ ৬৪ হাজার টাকার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৫ লাখ টাকার এবং জাহিনটেক্সের ৫ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪১৫ বার পড়া হয়েছে ।
Tagged