ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৭৮ কোম্পানির শেয়ার লেনদেন

সময়: বুধবার, নভেম্বর ৮, ২০২৩ ৪:১২:০২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ০৮ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৭৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ২৯ কোটি ১১ লাখ ৩৪ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির। কোম্পানিগুলো হলো- এ্যাপেক্স ফুটওয়্যার, বীচ হ্যাচারি এবং ক্রিস্টাল ইন্সুরেন্স।

আজ এই ৩ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৫৮ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ২৯ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে এ্যাপেক্স ফুটওয়্যারের ৪ কোটি ১৯ লাখ ১৯ হাজার, বীচ হ্যাচারির ২ কোটি ৩৮ লাখ ২২ হাজার এবং ক্রিস্টাল ইন্সুরেন্সের ২ কোটি ১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ কোটি ৬০ লাখ ১৭ হাজার, এমারেল্ড অয়েলের ১ কোটি ১৯ লাখ ৫২ হাজার, সি পার্ল রিসোর্টের ১ কোটি ৬ লাখ ৯৫ হাজার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯৫ লাখ ২৫ হাজার, সাইফ পাওয়াটেকের ৮১ লাখ ৩৩ হাজার, সোনালী লাইফের ৭৯ লাখ ৩৮ হাজার এবং ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Share
নিউজটি ৬৮ বার পড়া হয়েছে ।
Tagged