সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পতনে লেনদেন কমেছে

সময়: বুধবার, নভেম্বর ৮, ২০২৩ ৪:১২:৩২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ০৮ নভেম্বর সূচকের পতনে লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের পতনে লেনদেন শুরু হয়। কিন্তু কিছুক্ষনই সূচকের উত্থান ঘটে। পরবর্তীতে বেলা ১১টা ৮ মিনিট পর্যন্ত সূচকের তীর স্বাভাবিকভাবে উপরের দিকে উঠতে থাকে। এরপর আবারও আস্তে আস্তে সূচকের তীর নিচের দিকে নামতে থাকে। এর ফলে দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৩.৭৭ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২.০০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৯.১১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫টির , কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৫টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৪.৯০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১২ কোটি ৪৬ হাজার ৯৩৫টি শেয়ার ১ লাখ ৪১ হাজার ৭৯৯ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৫১৬ কোটি ০২ লাখ ৯৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৭ নভেম্বর ডিএসইতে ১২ কোটি ৯২ লাখ ২৭ হাজার ৪৯৮টি শেয়ার ১ লাখ ৪১ হাজার ১৮ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৫৪৫ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৯ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৬ শতাংশ বা ১২.৯৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৫৮৬.৯৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৫ কোটি ৫৪ লাখ ৯ হাজার ৮৩৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৮০ লাখ ৪ হাজার ৯৩৭ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ১০৪ টাকা।

Share
নিউজটি ৮৬ বার পড়া হয়েছে ।
Tagged