ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৮ কোটি টাকা লেনদেন

সময়: রবিবার, ডিসেম্বর ২২, ২০১৯ ৬:৪৯:৪২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ডেফোডিল কম্পিউটার্স লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল মিলস্্ লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড, কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড ও স্কয়ার ফার্মামিটিউক্যালস্্ লিমিটেড। ব্লক মার্কেটে গতকাল

এসব কোম্পানির মোট ১১ লাখ ৪৯ হাজার ৭২৫টি শেয়ার ৩২ বার হাতবদল হয়, যাদের মোট মূল্য ছিল ৭ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ারের। ৩ বার হাতবদল হয়ে ২ কোটি ৮৬ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার। ২০ বার হাতবদল হয়ে ২ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিঙ্গার বিডির তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৪২ লাখ ৫৬ হাজার টাকার লেনদেন হয়েছে।
এছাড়া বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ৫ লাখ ৬০ হাজার টাকা, ডেফোডিল কম্পিউটার্স ৯ লাখ ৭৬ হাজার, খুলনা পাওয়ার ২৮ লাখ ৫০ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইল ১০ লাখ ৮৭ হাজার, কাশেম ইন্ডাস্ট্রিজ ৩৫ লাখ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড ৬ লাখ ৫ হাজার, স্কয়ার ফার্মা ১৮ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

 

Share
নিউজটি ৪২৮ বার পড়া হয়েছে ।
Tagged