ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

সময়: মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২০ ৬:৪৩:৫৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ১১ কোম্পানির ৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ফার্স্ট ফাইন্যান্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিলকো ফার্মা, সিনোবাংলা, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা এবং স্ট্যান্ডার্ড সিরামিক। এদিন ডিএসইতে ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ১১ লাখ ৮০ হাজার ২৫টি শেয়ার ১৩বার হাতবদল হয়, যার মোট বাজারমূল্য ৯ কোটি ১৭ লাখ ৬৫ হাজার টাকা।
ডিএসইতে আজ ব্লক মার্কেটে সব চেয়ে বেশি লেনদেন হয় স্কয়ার ফার্মার। এদিন ব্লক মার্কেটে এ কোম্পানির মোট ২ লাখ ১৫ হাজার শেয়ার একবার হাতবদল হয়, যার মোট বাজার মূল্য ৪ কোটি ২২ লাখ ৯১ হাজার টাকা। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। আজ ডিএসইতে ব্লক মার্কেটে এ ব্যাংকের মোটি ৪ লাখ শেয়ার একবার হাতবদল হয়, যার মোট বাজারমূল্য ২ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা। এছাড়া আজ ডিএসইতে ব্লক মার্কেটে বিকন ফার্মার ৪৮ লাখ ৫০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার এক কোটি ১৮ লাখ ৭ হাজার টাকা, ফার্স্ট ফাইন্যান্সের ৬ লাখ ৫ হাজার টাকা, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১২ লাখ ৩০ হাজার টাকা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ ৭০ হাজার টাকা, সিলকো ফার্মার ৯ লাখ ৩০ হাজার টাকা, সিনোবাংলার ১০ লাখ ১১ হাজার টাকা, এসকে ট্রিমসের ৪৮ লাখ ২ হাজার টাকা এবং স্ট্যান্ডার্ড সিরামকিসের ২৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৪০ বার পড়া হয়েছে ।
Tagged