সূচক কমলেও বেড়েছে লেনদেন

বড় উত্থানে ফিরেছে শেয়ারবাজার

সময়: মঙ্গলবার, নভেম্বর ৯, ২০২১ ৫:৫৬:৩০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক দরপতনের পর মঙ্গলবার (০৯ নভেম্বর) বড় উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৮.৪৪ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৮৬৮.০৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭.৩৭ পয়েন্ট বা ১.২০ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩২.৩৪ পয়েন্ট বা ১.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫৪.৮০ পয়েন্টে এবং দুই হাজার ৬১৬.০৩ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৩টির বা ৫৯.৩১ শতাংশের, কমেছে ৯৯টির বা ২৬.৩৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির বা ১৪.৩৬ শতাংশের।

ডিএসইতে এদিন ২১ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ৬৬৭টি শেয়ার এক লাখ ৫৭ হাজার ৩৮৪বার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য এক হাজার ৭ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ৫৬৫ টাকা ৭০ পয়সা। যা আগের কার্যদিবস থেকে ৬৭ কোটি ৩৮ লাখ টাকা কম। আজ ডিএসইর বাজার মুলধন ৫ লাখ ৪৯ হাজার ১৫৪ কোটি ৭ লাখ ৪৯ হাজার ৬৫৬ টাকা ৫৩ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২৯.৪৬ পয়েন্ট বা ১.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৯৭.৫১ পয়েন্টে। সিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ২৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৫টির দর বেড়েছে, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। সিএসইতে এদিন ৮০ লাখ ৬৯ হাজার ২৮১টি শেয়ার ৯ হাজার ৯৭৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২৩ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ৩৫৫ টাকা ৫০ পয়সা। আজ সিএসইর বাজার মূলধন ছিল ৯৫ হাজার ৪৭০ কোটি ২০ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৮৮ বার পড়া হয়েছে ।
Tagged