নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের সামগ্রিক উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময়ের অংশ হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা। বুধবার (০৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় বিএসইসি ভবনের কমিশন সভা কক্ষে শুরু হওয়া এ বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনের সব কমিশনার উপস্থিত ছিলেন। পাশাপাশি বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও আলোচনায় অংশ নেন। সভায় শেয়ারবাজারের কাঠামোগত উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি এবং বাজারবান্ধব উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের শুরুতে বিএসইসির পক্ষ থেকে বিএমবিএর নবনির্বাচিত নির্বাহী কমিটিকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে শেয়ারবাজারের সার্বিক স্বার্থে কমিশন ও মার্চেন্ট ব্যাংকারদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। বাজারের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে কমিশনের নেতৃত্বে মার্চেন্ট ব্যাংকারদের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করা হয়।
সভায় বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট—এই তিনটি খাতে মার্চেন্ট ব্যাংকারদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, নিয়ন্ত্রক সংস্থা ও বাজারসংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগে সম্প্রতি আইপিও রুলস গেজেট আকারে প্রকাশিত হয়ে কার্যকর হয়েছে, যা যুগোপযোগী হওয়ায় শেয়ারবাজারে মানসম্পন্ন নতুন কোম্পানি তালিকাভুক্তির সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, বিএসইসি আশা করে যে, বিএমবিএ এবং এর সদস্য ইস্যু ম্যানেজাররা সক্ষম ও ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসতে কার্যকর ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে কমিশন ইতিবাচক মনোভাব বজায় রাখবে এবং মানসম্মত কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। পাশাপাশি ক্যাপিটাল ফরমেশন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট ও কর্পোরেট অ্যাডভাইজরি খাতে মার্চেন্ট ব্যাংকগুলোর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি। তার মতে, নৈতিকতা ও পেশাদারিত্ব বাড়লে বিনিয়োগকারীদের আস্থা আরও দৃঢ় হবে।
সভায় বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ বলেন, প্রতিটি মার্চেন্ট ব্যাংক ও তাদের সংগঠনের জন্য তথ্যসমৃদ্ধ ও হালনাগাদ ওয়েবসাইট এবং ওয়েবপোর্টাল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও যাচাইকৃত তথ্যের মাধ্যমে এসব প্ল্যাটফর্ম বিনিয়োগকারীসহ বাজারসংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন।
বৈঠকে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি ইফতেখার আলম, সাধারণ সম্পাদক সুমিত পোদ্দার, সহ-সভাপতি মো. মনিরুল হক, কোষাধ্যক্ষ সৈয়দ রাশেদ হুসাইন, সদস্য গাজী মোহাম্মদ তারেক, সদস্য সুমন কুমার কুন্ডু এবং সদস্য মো. সোহেল হক উপস্থিত ছিলেন। তারা শেয়ারবাজারে মার্চেন্ট ব্যাংকগুলোর ভূমিকা আরও জোরদার করতে বিএসইসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


