মার্জিন ঋণের সুদ কমানোসহ ৪ দাবি জানিয়ে বিএসইসিতে স্মারকলিপি

সময়: মঙ্গলবার, ডিসেম্বর ১৫, ২০২০ ৩:৪২:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের বিনিয়োগকারীদের একাংশ মার্জিন ঋণের সুদ-হার কমানোসহ চার দফা দাবি জানিয়ে স্মারকলিপি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। ইনভেস্টর’স ফোরাম অব চিটাগাং এর ব্যানারে এসব দাবি জানিয়েছেন তারা।
ইনভেস্টর’স ফোরাম সূত্রে এই তথ্য জানা গেছে।

ফোরামের অন্য দাবিগুলো হচ্ছে-ঘন ঘন আইপিও’র (প্রাথমিক গণপ্রস্তাব) অনুমোদন না দেওয়া, নেগেটিভ ইক্যুইটির মার্জিন অ্যাকাউন্টে লেনদেন করার সুযোগ দেওয়া এবং বিনিয়োগকারীদের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা।

মার্জিন ঋণের সুদ হার কমানোর যৌক্তিকতা তুলে ধরে সংগঠনটি বলেছে, সামগ্রিকভাবে সরকার ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। কিন্তু মার্জিন ঋণের জন্য পুঁজিবাজারের বিনিয়োগকারীদেরকে এখনো ১৫ শতাংশের বেশি হারে সুদ গুণতে হয়। তাই এই ঋণের সুদের হার কমানো খুবই জরুরি।

উল্লেখ, মার্জিন ঋণ হচ্ছে শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদেরকে দেওয়া ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংকের ঋণ সুবিধা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৫৩৬ বার পড়া হয়েছে ।
Tagged