পুঁজিবাজারই এখন গলার কাটা

মুক্তির অপেক্ষায় বিনিয়োগকারীরা

সময়: মঙ্গলবার, জুলাই ৩০, ২০২৪ ১১:১১:১৯ পূর্বাহ্ণ

এতোদিন মার্জিন ঋণকে গলার কাটা হিসেবে ধরা হলেও এখন সার্বিক পুঁজিবাজারই বিনিয়োগকারীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। যতবারই নতুন বিনিয়োগ এনে কোনরকম প্রাইস অ্যাডজাষ্টমেন্টের চেষ্টা করা হচ্ছে ততবারই পুন: লোকসানের তলে পড়ছেন বিনিয়োগকারীরা। হাতে থাকা শেয়ার বিক্রি করে একেবারের জন্য পুঁজিবাজার থেকে বের হতে চাইছেন অনেকেই। শুধু এই আশায় বসে রয়েছেন, এই বুঝি মার্কেট একটু ভালো হলো! কিন্তু না।

শেয়ার দরের সর্বনিম্ন সীমা ৩% দেওয়ার পর প্রতিদিনই এমনভাবে কমছে যেন বিনিয়োগকারীদের বুকে একেকটি তীর বিদ্ধ হচ্ছে। দিনশেষে এগুলো টাকাতো। যার যায় সে বুঝে। ২০১০-১১ শেয়ারবাজার ধসে বিনিয়োগকারীদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তার চেয়ে বরং বেশি ক্ষতি বর্তমানে হচ্ছে। যেভাবে দেশের পুঁজিবাজার চলছে এটাকে চলা বলে না। বর্তমান পুঁজিবাজারের অবস্থা এমন দাঁড়িয়েছে যে, টাকা বিনিয়োগ করলেই তা হাওয়া হয়ে যাচ্ছে। বিনিয়োগকারীদের শেয়ার যেন ঘাস হয়ে গেছে যা প্রতিনিয়তই গরুরা খেয়ে যাচ্ছে। আর বিনিময়ে বড়সড় বাঁশ দিয়ে যাচ্ছে।

এদিকে দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় বিদেশিরাও ব্যাপক শেয়ার বিক্রি করে যাচ্ছেন। তালিকাভুক্ত শীর্ষ ১০ কোম্পানি হিসেবে বিবেচিত প্রতিটি কোম্পানিতেই বিদেশি বিনিয়োগ কমেছে। স্থানীয় বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদেরও শেয়ারবাজারের প্রতি আস্থা একেবারে তলানিতে এসে ঠেকেছে। এ অবস্থা থেকে উত্তোরণে করণীয় সম্পর্কেও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কোন পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

রাজনৈতিক অস্থিরতার কারণে সরকারও যে পুঁজিবাজারের প্রতি বিশেষ দৃষ্টি দেবে সেই অবস্থাতেও নেই। সবমিলিয়ে এক হযবরল অবস্থায় দেশের পুঁজিবাজার চলছে। যদি বাজারকে গতিশীল করতে কোন পদক্ষেপ এ মুহূর্ত্বে না নেওয়া হয় তাহলে বিনিয়োগকারীরাদেরও রাস্তায় নেমে আসার পরিস্থিতি তৈরি হবে। তাই যতদিন দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়াসহ বিনিয়োগ পরিবেশ তৈরি না হয় ততদিন পুঁজিবাজার বন্ধ রাখাই শ্রেয়।

Share
নিউজটি ২১৯ বার পড়া হয়েছে ।
Tagged