মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ার দর

সময়: রবিবার, এপ্রিল ২৫, ২০২১ ২:০৯:১৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি দুইটি। কোম্পানি দুইটি হলো- নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স এবং প্রগতি ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানি দুইটিকে নোটিশ পাঠায়। এর জবাবে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের পক্ষে ২০ এপ্রিল এবং প্রগতি ইন্স্যুরেন্সের পক্ষে ২২ এপ্রিল জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ৪ এপ্রিল ছিল ২৯.৬০ টাকায়। আর ২২ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪২.৯০ টাকায়। অর্থাৎ এই ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৩.৩০ টাকা বা ৪৫ শতাংশ বেড়েছে।

প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ৫ এপ্রিল ছিল ৪৫.৪০ টাকায়। আর ২২ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৬০.৫০ টাকায়। অর্থাৎ এই ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৬.১০ টাকা বা ৩৫ শতাংশ বেড়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৮৫ বার পড়া হয়েছে ।
Tagged